• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

কালবৈশাখীর তাণ্ডব থাকবে আরও ৩ দিন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৮ মে ২০২০  

ঘূর্ণিঝড় আম্ফানের পর থেকে দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি লেগেই আছে। ফলে প্রতিদিনই হচ্ছে ঝড়-বৃষ্টি। তবে কালবৈশাখীর এই শক্ত অবস্থান আর মাত্র তিনদিন থাকতে পারে। তারপর থেকে এটা দুর্বল হয়ে আসবে। অন্যদিকে যে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা শুরু হয়, সেই বায়ু বাংলাদেশের দিকে এগোতে থাকবে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষাকালের বৃষ্টি শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘নর ওয়েস্টার (কালবৈশাখী) এখন শক্তিশালী অবস্থায় আছে। ২৯, ৩০ ও ৩১ মে পর্যন্ত এটা জোরালো থাকতে পারে। তারপর ১ জুন থেকে নর ওয়েস্টার সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হবে। সেই সঙ্গে মনসুন (মৌসুমি বায়ু) এগোতে থাকবে।’

তিনি বলেন, ‘এখন মৌসুমি বায়ু আন্দামান সাগর এলাকায় আছে। এই মৌসুমি বায়ু স্বাভাবিক প্রক্রিয়ায় ১ জুন কক্সবাজার অঞ্চলে থাকার কথা ছিল। তবে এবার সেটা অল্প কয়েকদিন দেরি হতে পারে। মনসুন আসার পরে আবার বৃষ্টিপাত শুরু হবে। সেটা বর্ষার বৃষ্টি। অর্থাৎ জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে।’

জুনের প্রথম সপ্তাহের আবহাওয়ার বিষয়ে এই আবহাওয়াবিদ আরও বলেন, ‘আকাশ মেঘলা থাকতে পারে। তাপমাত্রা এখন যেমন আছে, তেমনই থাকতে পারে।’

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।