• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

কারাবন্দি-আসামিদের আনতে হবে না আদালতে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  


 
করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে কারাবন্দিদের মামলার শুনানিতে হাজির করার বিষয়টি শিথিল করেছে আদালত। স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে আদালত প্রশাসন।

দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং ১৮ জন আক্রান্ত হওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশনা জারি হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

কারাবন্দি-আসামিদের কারাগার থেকে আদালতে হাজির না করার নির্দেশনা দিয়ে বলা হয়, দেশে করোনার যে পরিস্থিতি বিদ্যমান তাতে কারাগার থেকে বন্দি-আসামিদের জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে আদালতে হাজির করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণে কারাবন্দি-আসামিদের কারাগারে রেখেই জামিন শুনানি করতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন হলে মামলার কার্যক্রম মুলতবি করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা দেশের সব আদালতের জন্য কার্যকর থাকবে। 

যেহেতু করোনা ভাইরাস (কোভিড-১৯) একটি ছোঁয়াচে রোগ। তাই এ ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের পক্ষ থেকে জনসমাবেশ-জনসমাগমের মতো সব অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। এরই অংশ হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের সব স্থানে চলমান ও অনুষ্ঠিত হতে যাওয়া বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রায় সব বিনোদন কেন্দ্র, জাদুঘরও বন্ধ করা হয়েছে। সারাদেশে সব প্রেক্ষাগৃহ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ হয়ে গেছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই রোধ করা যাচ্ছে না। উৎপত্তিস্থল চীনের সীমা অতিক্রম করে এরই মধ্যে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৯ হাজার ছাড়িয়েছে। বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৯ হাজার ১৪৮ জনে পৌঁছেছে। আর এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২ লাখ ২২ হাজার ৯৭৩ জন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নতুন করে আরও ৪ হাজার ১৬৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২০৫ জন।

এ দিকে, বাংলাদেশে নতুন করে চারজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সেই হিসাবে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৮ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে ইতোমধ্যে একজন মারা গেছেন।