• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

করোনাভাইরাস : পর্যবেক্ষণের ফল প্রকাশ করল চীন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

চীনে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে শুরুর দিকের ৪৫ হাজার মানুষের ওপর নজর রেখেছে স্বাস্থ্য কর্মকর্তারা। পর্যবেক্ষণের ফল এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, করোনাভাইরাসের দাপট ৮০ শতাংশের বেশি থিতিয়ে এসেছে। শিগগিরই ভাইরাসটি নিয়ন্ত্রণে আসবে বলেও প্রত্যাশা তাদের।

গতকাল সোমবার চীনের সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ওই প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনাভাইরাসের ব্যাপারে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছে।

ডাব্লিউএইচও'র প্রধান টেডরস আডহানম ঘিবরেয়াসাস বলেন, এটা এখনই বলা সম্ভব না যে, এই হ্রাস পাওয়ার ঘটনা অব্যাহত থাকবে নাকি আবারো আক্রান্তের সংখ্যা বাড়বে। তবে বর্তমানের পুরো পরিস্থিতি আমাদের সামনে এসেছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় গত বছরের ডিসেম্বরের শেষের দিক থেকে। তারপর ২৫টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে যায়। এখন পর্যন্ত ১৮৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে ৭২ হাজারের বেশি মানুষ।

পর্যবেক্ষণের ফলাফলে বলা হয়, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৪ হাজার ৬৭২ জনের ওপর নজর রাখা হয়েছে। তাদের মধ্যে ১৪ শতাংশ নিউমোনিয়ায় আক্রান্ত এবং পাঁচ শতাংশ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল।

পুরুষদের মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুর হার দুই দশমিক তিন শতাংশ এবং নারীদের ক্ষেত্রে এক দশমিক সাত শতাংশ। অন্য রোগে আক্রান্তদের ক্ষেত্রে করোনার প্রভাব বেশি। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট যাদের আছে, তাদের ক্ষেত্রে করোনাভাইরাস মোকাবিলা করা একটু কঠিন। তবে সুস্থ-সবলদের ক্ষেত্রে সেরে উঠতে সময় কম লাগছে।

এছাড়া কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলেই লক্ষণ প্রকাশ পায় না। অন্তত ১৪ দিন অপেক্ষা করতে হয়। তবে লক্ষণ প্রকাশ না পেলেও আক্রান্তদের কাছ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।