• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা

করোনা সন্দেহ হলে প্রবাসীরা ফোন দেবেন যে নম্বরে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

করোনা সন্দেহ হলে এবং প্রবাসে ভাষাগত সমস্যায় পড়লে ওয়েবসাইটে দেওয়া আইইডিসিআর এর হটলাইন নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মহাখালিতে অবস্থিত রোগতত্ত্ব রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ আহ্বান জানান।

তিনি বলেন, যদি ভাষাগত সমস্যার কারণে প্রবাসে কোনো বাংলাদেশি ডাক্তার বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন তবে আইইডিসিআরএ’র হটলাইনে ফোন করলে এখান থেকে দূতাবাসের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

প্রতিদিনকার মতো সোমবারও নিয়মিত ব্রিফিং এ জানানো হয়, বাংলাদেশে কোনো করোনা আক্রান্ত রোগী নেই। তবে প্রবাসে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫ জন সিঙ্গাপুরে এবং একজন আরব আমিরাতে বসবাস করেন। তাদের সবার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বলে রোববারের মতো এদিনও উল্লেখ করেন মীরজাদী সেব্রিনা।

সংবাদ সম্মলনের শুরুতেই করোনা আক্রান্তের বৈশ্বিক চিত্র তুলে ধরে মীরজাদী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত ৭৮ হাজার ৮১১ জন। এদের মধ্যে শুধু চীনেই আক্রান্ত ৭৭ হাজার ৪২ জন। অন্যদিকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘন্টায় নতুন রোগীর সংখ্যা এক হাজার ১৭ জন। এর মধ্যে শুধু চীনেই রয়েছেন ৬৫০ জন নতুন রোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে আইইডিসিআর’এর হিসেব বলছে বিশ্বের ২৮টি দেশে ছড়িয়ে পড়েছে কোভিড ১৯ বা করোনা ভাইরাস।

সোমবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৬ জন। আর এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে মৃতের সংখ্যা ২৪৪৫ জন। যার অধিকাংশই চীনা নাগরিক।

বাংলাদেশে এখনও আক্রান্তের খবর না পাওয়া না গেলেও স্বাভাবিক সৌজন্যতার আদবকেতা অনুসরণের পরামর্শ দিয়েছেন মীরজাদী। বিশেষ করে হাঁচি কাশি দেবার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করা, সাবান পানিতে হাত ধোয়া যে কোনো ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ বলে স্মরণ করিয়ে দেন মীরজাদী।

উল্লেখ্য, আইইডিসিআর এর অফিশিয়াল ওয়েবসাইট এ মোট চারটি হটলাইন নম্বর রয়েছে।  

মোবাইল নম্বরগুলো হলো:
+8801937000011
+8801937110011
+8801927711784
+8801927711785