• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

করোনাঃ একটু একটু করে খুলছে ক্রিকেটার দরজাও

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ মে ২০২০  

একটু একটু করে এগোচ্ছে ক্রিকেট শুরুর প্রক্রিয়া। ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন গেলো সপ্তাহে। ১৮ জন বোলার নিজেদের কিছুটা ঝালিয়েও নিয়েছেন। এবার সে তালিকায় যোগ হলো আরো ৩৭ জনের নাম।

আপাতত টার্গেট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। প্রাথমিক দল নিয়ে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। আবারো একসঙ্গে মাঠে নামার অপেক্ষায় বেন স্টোকস, ইয়ন মরগ্যান, জো রুট, জস বাটলার, জেমস এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চাররা। তবে, সবচেয়ে বড় চমক- এই ৫৫ জনের তালিকায় নেই অ্যালেক্স হেলস ও লিয়াম প্ল্যাঙ্কেটের নাম। যদিও দ্বিতীয় স্তরের দল ইংল্যান্ড লায়ন্সের অস্ট্রেলিয়া সফরে নজরকাড়া ৫ ক্রিকেটারও ডাক পেয়েছেন ক্যাম্পে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পারফরম্যান্স ডিরেক্টর মো বোব্যাট বলেন, খেলোয়াড়দের আবারো ট্রেনিংয়ে ফেরাটা সত্যিই দারুণ ব্যাপার। তবে, এই অবস্থানে আসতে আমাদের অনেক হিসেব-নিকেশ করতে হয়েছে। আমরা আবারো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছি। যখন দল নির্বাচনের সময় আসবে, এই পুল থেকে নির্বাচকরা অনেক বিকল্প পাবেন।

পেশা, ধ্যান, জ্ঞান যখন খেলা, তখন তা মাঠে ফেরার উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক। তবে, ভাবতে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা নিয়েও।

মো বোব্যাট আরো বলেন, গাইডলাইন মেনে অনুশীলন শুরু করতে চাই আমরা। সেজন্য বোর্ডের মেডিকেল টিম ও সরকারের নির্দেশনা মেনে এগোতে হবে। কাউন্টি দলগুলো খেলোয়োড়দের যেভাবে দেখভাল করে, তারাও ধন্যবাদ পাবার দাবিদার। আমাদের পুরো সিস্টেমটাই পরিপাটি।

বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রভাবশালী বোর্ড ইসিবির সিস্টেম গোছালো হওয়াটাই স্বাভাবিক। এদিকে, খেলাটার ভবিষ্যৎ নির্ধারণে ভারতীয় বোর্ডের বর্তমান কমিটির হাতে আইসিসির সিস্টেম পরিচালনার ভার তুলে দিতে চাইছে অনেক মহল। সব বোর্ডের প্রধান নির্বাহীদের টেলি-কনফারেন্সে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ'এর ভূমিকা প্রশংসনীয় ছিলো।

বর্তমানে আইসিসির চেয়ারম্যানের পদে দায়িত্বরত আছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি শশাঙ্ক মনোহর। যার মেয়াদ শেষ হবে জুলাইয়ে। শোনা যাচ্ছিলো, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে বসতে আগ্রহী ভারতীয় বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলিও। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বোর্ডের বর্তমান পরিচালক গ্রায়েম স্মিথের মতো অনেকেই এ বিষয়টিকে সমর্থনও দিয়েছেন।

কিন্তু, বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমালের বক্তব্যের পর এ খবরকে স্রেফ গুঞ্জনই মনে হচ্ছে। তার ভাষ্যমতে, তেমন কোনো ভাবনাই নেই গাঙ্গুলির। আর সেটা যদি সত্যিই হয় তাহলে আইসিসির পরবর্তী নির্বাচনে চেয়ারম্যান পদের দৌড়ে ইসিবির চেয়ারম্যান কলিন গ্রেভসের পথটা বেশ মসৃণই হওয়ার কথা।