• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

উসকোখুসকো চুলের যত্ন নেওয়ার সহজ উপায়

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

অয়েল, শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করেও অনেকের চুল উসকোখুসকো থেকে যায়। এর প্রধান কারণ শুষ্ক ও ডিহাইড্রেটেড। আবার আবহাওয়ায় অতিরিক্ত আর্দ্রতাও চুল ফ্রিজি করে তুলতে পারে। নিত্যদিনের এই সমস্যা সামলানো নিয়ে চিন্তায় আছেন? তবে কিছু উপায় রয়েছে, তা কাজে লাগাতে পারলে চুল থাকবে স্বাভাবিক। এবার তা জেনে নিন... 

ডিম ও অলিভ অয়েল
এক টেবলচামচ অলিভ অয়েলের সঙ্গে একটা গোটা ডিম ভালো করে ফেটিয়ে নিন। স্ক্যাল্প ও চুলে ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করুন। কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এই হেয়ার প্যাকে প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন এবং লাইজোজাইম নামের একটি এনজাইম রয়েছে, যা স্ক্যাল্প ব্যাক্টেরিয়া নিয়ন্ত্রণে আনে। যার কারণে চুলের ফ্রিজি ভাব কমে গিয়ে স্বাভাবিক থাকে।

অ্যাপেল সিডার ভিনিগার
অ্যাসেটিক সিডার চুলের জন্য খুবই উপকারী। শ্যাম্পুর পর চুল ভালো করে ধুয়ে সারা চুলে অ্যাপেল সিডার ভিনিগার লাগিয়ে নিন। ১ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। শেষে কন্ডিশনার লাগিয়ে চুল ধুয়ে নিন। এতে কোমলতা ফিরে আসবে চুলে।

কলা
কন্ডিশনার হিসেবে কলার জুড়ি নেই। একটা পাকা কলা ভালো করে পেস্ট করে নিন। তাতে ২ চা চামচ মধু এবং আধা চামচ নারিকেল তেল বা বাদাম তেল মেশান। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন হাতেনাতে।

লেবু ও মধু
লেবুতে ভিটামিন সি রয়েছে যা চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং মধু প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। এক কাপ পানির সঙ্গে ২ টেবিলচামচ মধুর এবং ২ টেবিলচামচ লেবুর রস মেশান। গোসলের পর গোটা চুলে এই মিশ্রণ লাগিয়ে নিন। এভাবে ১০ মিনিট রাখার পর শ্যাম্পু করুন। চুল হবে মোলায়েম।

আমন্ড অয়েল ও ডিম
বাদাম তেল (আমন্ড অয়েল) আপনার চুল কন্ডিশন করে এবং ডিম চুলের ক্ষতি মেরামত করে। ডিম ও বাদাম তেল ভালো করে ফেটিয়ে স্মুদ পেস্ট বানিয়ে নিন। তা ভালো করে স্ক্যাল্প ও চুলে লাগিয়ে নিন। এভাবে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। সবশেষে কন্ডিশনার লাগাবেন। এভাবে কয়েকদিন ব্যবহার করলে চুল নিয়ে দুশ্চিন্তা আর থাকবে না।