• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উজিরপুরে ১৩ হাজার ৫ শত দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২ মে ২০২০  


করোনা ভাইরাসের কারনে দিনমজুর শ্রমজীবি দরিদ্র লোকজন বাহিরে গিয়ে কাজ করতে পারছে না। যার কারনে বরিশাল-২আসনের স্থানীয় এমপি মো. শাহে আলম নিজম্ব তহবিল, সরকারী ও উজিরপুর উপজেলা ত্রান তহবিল থেকে উপজেলার ১৩হাজার ৫শত দিনমজুর দরিদ্র পরিবারের মাঝে আজ শনিবার পর্যন্ত ত্রান বিতরন করা হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের  ও একটি পৌরসভার শিকার, জল্লা, ওটরা, কারফা, হারতা, সাতলাসহ বিভিন্ন স্থানে ১০কেজি চাল, ৩কেজি আলু, ২কেজি মশুর ডাল, পিয়াজ, সাবান ও তৈল সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরন করেন উপজেলা চেয়ারম্যান আ.মজিদ শিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস, পৌর মেয়র মো.গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম জামাল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা প্রমুখ। এসময় ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামীলীগ নেতা-কমীরা উপস্থিত ছিলেন। উপজেলার ১৩হাজার ৫শত শ্রমজীবি দরিদ্র পরিবার ত্রান পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি মো.শাহে আলম এর দীর্ঘায়ু কামনা করেন। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে দরিদ্র ও কর্মহীন লোকজনের খাদ্য সহায়তার জন্য সরকার থেকে এই পর্যন্ত ১৭৫ মেট্রিক টন চাল ও নগদ ৯লক্ষ ৪৫হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত চাউল ও নগদ টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে তা বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় এমপি মো.শাহে আলম, উপজেলা চেয়ারম্যান আ.মজিদ শিকদার বাচ্চু ও পৌর মেয়র মো.গিয়াস উদ্দিন বেপারীর নিজস্ব তহবিল থেকেও এই ত্রান দেওয়া হচ্ছে। উজিরপুর উপজেলা পরিষদের কল্যান ত্রান তহবিলে সবাই সহযোগীতা করছে। এই ত্রান তহবিল ও সরকারী বরাদ্দ মিলেই উপজেলার দরিদ্র লোকজনকে খাদ্য সহায়তা করা হচ্ছে।