• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ইন্দো প্যাসিফিকে চীন-যুক্তরাষ্ট্রের উদ্যোগ পরিপূরক’

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চল ঘিরে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে, সেটা একে অপরের পরিপূরক। তাদের এই উদ্যোগে এই অঞ্চলের সব দেশই লাভবান হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ঢাকা গ্লোবাল ডায়লগে তিনি এ কথা বলেন।
ঢাকা গ্লোবাল ডায়লগে ‘ইন্দো প্যাসিফিক সংযোগ: অবকাঠামো ও প্রভাব’ শীর্ষক পর্বে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় প্রতিমন্ত্রী বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চল ঘিরে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে, সেটা একে অপরের পরিপূরক। এখানে যুক্তরাষ্ট্রের নানা ইতিবাচক উদ্যোগ রয়েছে। আবার চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগও রয়েছে। এই অঞ্চলের দেশগুলোও এসব উদ্যোগে যুক্ত হয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে বাংলাদেশ গুরুত্ব দেয়। তবে প্রতিবেশী কোনো কোনো দেশ এটাকে গুরুত্ব নাও দিতে পারে। এনিয়ে বিভিন্ন দেশের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তবে এ বিষয়ে দৃষ্টি না সরিয়ে আরও বিস্তারিত  আলোচনা চালিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ পর্বে আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ,  ভারতের সংসদ সদস্য মনীষ তেওয়ারী, ফুদান ইউনিভার্সিটির অধ্যাপক মিনওয়াং লিন।

এর আগে সোমবার (১১ নভেম্বর) ঢাকা গ্লোবাল ডায়লগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) ও ভারতের অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এই ডায়লগের আয়োজন করেছে। আগামী বুধবার (১৩ নভেম্বর) এই ডায়লগ শেষ হবে।