• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি

আমলাতান্ত্রিক জটিলতা কমছে: ভূমিমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

বিদেশি কেউ বিনিয়োগ করতে এলে আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেন৷ কিন্তু এখন সে অবস্থা নেই৷ দিনে দিনে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে৷

বুধবার (২০ নভেম্বর) ঢাকা ক্লাবে আমেরিকা-বাংলাদেশ কনভেনশন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একথা বলেন৷

সাইফুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ একসময় কৃষিপ্রধান দেশ ছিল৷ কিন্তু এখন সে পরিস্থিতির পরিবর্তন হয়েছে৷ সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে৷ সেখানে সব প্রস্তুত রয়েছে৷ আমি সবাইকে সেখানে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি৷

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সারা বিশ্বের মানুষ বাস করে৷ সেখানে অনেক বাংলাদেশি রয়েছেন৷ যারা সেখানে রয়েছেন তারা বাংলাদেশের প্রতিনিধি৷ তাদের দায়িত্ব বাংলাদেশের সম্ভাবনা বিশ্বের সামনে তুলে ধরা৷

দুই দেশের বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, পারস্পারিক সহযোগিতার মধ্য দিয়ে দু’দেশের বন্ধুত্ব এগিয়ে যাচ্ছে৷ আমাদের একসঙ্গে আরও পথ চলতে হবে৷

অনুষ্ঠানে সাবেক মার্কিন সংসদ সদস্য লরেন্স লোরাকো বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক বন্ধন আরও জোরালো করতে হবে৷ আমি আমার ভিজিটিং কার্ডে দু’দেশের পতাকা যুক্ত করেছি৷ আমাদের সম্পর্ক এমনই দৃঢ় রাখতে হবে৷

তিনি বলেন, দু’দেশের ব্যবসায়ীদের সঙ্গে এমন কার্যক্রম অব্যাহত রাখতে হবে, যাতে উভয়পক্ষের সুবিধা বজায় থাকে৷

ইউএস টু বিডি পরিচালক রবার্ট লেগাট বলেন, বাংলাদেশে আমি আট মাস ধরে আছে৷ ব্যবসার জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ৷ এখানকার নিরাপত্তা ও সরকারের ভূমিকার কারণে ব্যবসার উপযুক্ত পরিবেশ রয়েছে৷ ব্যবসায়ীরা তা ভোগ করছেন৷

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল ও ইন্টার নিলিজিয়েন হারমোনি সোসাইটির চেয়ারম্যান মিয়া মুজিবুর রহমান৷

কনভেনশনের আহ্বায়ক ড. জুলফা হায়দার মোহাম্মদ নূর এ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কনভেনশনের সদস্য সচিব হাসানুর রহমান৷