• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অফিসের কম্পিউটারে যেসব ‘ওয়েবসাইট ব্রাউজ’ করলে বিপদে পড়তে পারেন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০  

এখন বেশিরভাগ অফিসেই কাজ করতে হয় অনলাইনে। বিভিন্ন কারণে হয়তো অনেক ওয়েবসাইটও খুলতে হয় আপনাকে। কাজের ফাঁকে অবসর পেলেই পছন্দের ওয়েবসাইটে ব্রাউজ করেন। তবে মনে রাখুন, অফিসের কম্পিউটারে এমন কোনো ওয়েবসাইট ব্রাউজ করা উচিত নয়, যেটি আপনার কাজের সঙ্গে সংশ্লিষ্ট নয়। 

এমন ইন্টারনেট সার্চ আপনার ব্যক্তিগত কম্পিউটার এর জন্যই বরাদ্দ রাখুন। এতে আপনার গোপনীয়তাও রক্ষা পাবে। কর্মক্ষেত্রে একই কম্পিউটার অনেকেই ব্যবহার করেন। এতে আপনার ব্যক্তিগত ব্যাপারগুলো অন্যদের কাছে প্রকাশ হওয়ার সম্ভাবনা থকে যায়। এতে গোপনীয়তা রক্ষা তো হবেই না বরং বিতর্কিত বা সমালোচিতও হতে পারেন অফিসে।  

আপনি হয়তো সার্চ হিস্ট্রি মুছে ফেলছেন। তাতেও আপনি রক্ষা নাও পেতে পারেন। বেশির ভাগ অফিসেই আইটি বিভাগ কম্পিউটার ব্যবহার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। ফলে হিস্ট্রি মুছে দিয়েও রেহাই পাবেন না।আবার অনেকেই আছেন কাজের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় কাটান। স্বাভাবিকভাবেই অফিসের ঊর্ধ্বতনেরা এটি ভালো চোখে দেখবেন না। এ ছাড়া গান শোনা বা ইউটিউবে ভিডিও দেখার মতো বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে।

অনেকে ব্যক্তিগত ব্যবসার ওয়েবসাইট খুলে রাখে অফিসে, কেউ শেয়ারবাজারের নিয়মিত খোঁজ খবর রাখে। এ ছাড়া ডেটিং সাইট, খেলার সাইটে সার্চ তো আছেই। সাপ্তাহিক ছুটিতে ঘোরাঘুরির জন্য কোথায় যাওয়া যায়। সেটাও ঘাঁটতে থাকে ঘণ্টার পর ঘণ্টা।

এভাবে অফিসের কম্পিউটারে কাজের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন কোনো ওয়েবসাইটে নিয়মিত ঢুঁ মারা বন্ধ করুন। এটি আপনার ক্যারিয়ারের জন্য নেতিবাচক ধারণা তৈরি করবে। পর্নোগ্রাফি ভিডিও সাইটে একেবারেই যাবেন না। এটা নির্বুদ্ধিতার পরিচয় তো দেবেনই সঙ্গে সম্মানহানিও ঘটবে।

এক প্রতিবেদনে দেখা গিয়েছে, ব্রিটিশ পার্লামেন্ট অফিস থেকে তিন লাখেরও বেশি পর্নোগ্রাফি সাইটে সার্চ হয়েছে। আপত্তিকর ওয়েবসাইট ব্রাউজ করার জন্য আপনার চাকরিও চলে যেতে পারে।  

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে এক কর্মচারী বরখাস্ত হয়েছেন মোট কাজের ৩৯ ঘণ্টাই পর্ণ ভিডিও দেখার কারণে। এরমধ্যে একদিন কাজের সময়ে আট ঘণ্টার মধ্যে তিনি ছয় ঘণ্টা পর্ণ দেখে সময় পার করেছেন।  

আপত্তিকর ওয়েবসাইট সার্চ করতে গিয়ে সহকর্মীদের কাছে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। অতএব এমন ওয়েবসাইট ব্রাউজ করার আগে সতর্ক হোন।