• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

অতিরিক্ত গতিতে গাড়ি হাঁকালেই ধরবে স্পিড গান

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ জুন ২০২১  

দুর্ঘটনা রোধে রাজধানীর বেশ কয়েকটি সড়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ শুরু করেছে স্পিড গানের ব্যবহার। পরীক্ষামূলকভাবে বিজয় সরণির মোড় থেকে গণভবনের মোড় পর্যন্ত স্পিড গানের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। নির্ধারিত গতির চেয়ে বেশি জোরে গাড়ি চালালেই ধরা পড়ছে চালক। নেওয়া হচ্ছে ব্যবস্থা।

পুলিশ কর্মকর্তারা বলছেন, গণভবনের মোড় থেকে বিজয় সরণির মোড় (উড়োজাহাজ মোড়) পর্যন্ত রাস্তাটিতে কোনও ডিভাইডার নেই। সড়কটিতে ঢুকলেই গতি বাড়িয়ে দেন চালকরা। রাস্তাটির পাশের লেক এবং চন্দ্রিমা উদ্যানে সকাল-সন্ধ্যায় অনেকেই হাঁটতে আসেন। গাড়ির গতির কারণে অনেক সময় ঘটছে দুর্ঘটনা।

বৃহস্পতিবার (১০ জুন) চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তাটিতে পরিচালিত হয় স্পিড গানের প্রাথমিক ব্যবহার। এ সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং লেন পরিবর্তনকারীদের বিরুদ্ধে মামলা করে তেজগাঁও ট্রাফিক বিভাগ। এ অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চন্দ্রিমা উদ্যানে ঘুরতে আসা রাজাবাজারের বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, রাস্তাটিতে ঢুকলেই গাড়ির গতি বেড়ে যায়। রাস্তা পার হওয়ার সময় বেশ সময় লাগে ও খেয়াল করে পার হতে হয়। আজ দেখলাম গাড়ির গতির উপর নজর রাখছে ট্রাফিক পুলিশ।

 স্পিড গান নিয়ে সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশএ উদ্যোগকে স্বাগত জানিয়ে মোহাম্মদপুর থেকে পরিবার নিয়ে আসা শুভ বলেন, ট্রাফিক পুলিশের তৎপরতা আগের চেয়ে বেশি দেখছি। প্রযুক্তির নজরদারি থাকলে চালকরা বেপরোয়া গতিতে চালানোর সাহস পাবে না।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের কাছে দুটি স্পিড গান রয়েছে। যা দিয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের বিভিন্ন এলাকায় গাড়ির গতি মনিটরিং করা হয়। তবে গণভবন এবং সংসদ ভবনের মাঝখান দিয়ে বিজয় সরণির যাওয়ার (চন্দ্রিমা উদ্যান লেক সংলগ্ন) যে রাস্তাটি রয়েছে, সেখানে কোনও স্পিড ব্রেকার না থাকায় চালকরা গতি বাড়িয়ে দেন। আগেও আমাদের নজরদারি ছিল, এখন স্পিড গানেই ধরা পড়ছে কারা গতিসীমা ভাঙছে। যারাই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাচ্ছে। তবে দুর্ঘটনা প্রতিরোধে জনগণ ও পথচারীদের সচেতনতার ওপরও গুরুত্ব দেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মুনিবুর রহমান চৌধুরী বলেন, গণভবনের পাশের রাস্তা থেকে বিজয় সরণি পর্যন্ত গতি নিয়ন্ত্রণে স্পিড গান ব্যবহার করা হচ্ছে। চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তাটির পাশাপাশি মানিক মিয়া এভিনিউ, প্রগতি সরণি ও এয়ারপোর্ট রোডে গাড়ির গতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে স্পিড গান। এ ছাড়া সচেতনতা বাড়াতেও পুলিশের পক্ষ থেকে কাজ করা হচ্ছে বলে জানান ট্রাফিকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

যেভাবে কাজ করে স্পিড গান

পিস্তলের মতো দেখতে এ যন্ত্রে থাকে একটি ট্রান্সমিটার। যা রেডিও তরঙ্গ ছোড়ে। ওই তরঙ্গ কোনও কিছুতে ধাক্কা খেয়ে ফিরে আসলে সেটা শনাক্ত করে রিসিভার। চলমান বস্তু থেকে রেডিও তরঙ্গের প্রতিফলন থেকেই ওই বস্তুর গতি শনাক্ত করতে পারে যন্ত্রটি।