• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

মেমফিস-ফাতির নৈপূণ্যে দুর্দান্ত জয় পেল বার্সা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১  

লিওনেল মেসি পিএসজিতে যাওয়ার পর বুক ভরা আশা নিয়ে বার্সেলোনার ১০ নম্বর জার্সিটা দেওয়া হয়েছিল আনসু ফাতিকে। চোট কাটিয়ে ৩২২ দিন পর মাঠে ফিরেই বুঝিয়ে দিলেন মেসির যোগ্য উত্তরসূরি হতে কতটা প্রস্তুত তিনি। 

৮১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে যোগ করা সময়ে দুর্দান্ত এক গোলে ফেরাটা রাঙান ১৮ বছর বয়সি স্প্যানিশ ফরোয়ার্ড। ফাতির ফেরার ম্যাচে তিন ম্যাচে জয়খরা কাটিয়ে বার্সাও যেন ফিরে পেল নিজেদের। 
লা লিগায় ঘরের মাঠে রবিবাসরীয় রাতে লেভান্তেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে বার্সেলোনা। 

বার্সাকে ১৪ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন দুই ডাচ তারকা মেমফিস ডিপাই ও লুক ডি ইয়ং। 

খেলায় পুরোটা সময় আধিপত্য ধরে খেলেছে বার্সা। শুরুর ১৪ মিনিটেই দুবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। 

পঞ্চম মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকে পড়া মেমফিসকে ফাউল করেন লেভান্তের মিডফিল্ডার নেমানিয়া রাদোইয়া। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরের মিনিটেই সফল স্পটকিক থেকে প্রথম লিড এনে দেন মেমফিস নিজেই।

১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুক ডি ইয়ং। অবশ্য এ গোলে মেমফিসের অবদান আছে। মাঝমাঠ থেকে তার বাড়ানো বল ধরে বাঁদিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে পাস বাড়ান সের্জিনো দেস্ত। আর ফাঁকায় বল পেয়ে বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম গোলটি করেন ইয়ং। 
২২তম মিনিটে আরও একটি গোল পেতে পারত বার্সা। মেমফিসের দূরের পোস্টে বাড়ানো ক্রসে পা লাগাতেই পারেননি জেরাড পিকে। ৩৬তম মিনিটে জোড়া গোলের সুযোগ হাতছাড়া করেন মেমফিস নিজেও।

২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে নেমে মেমফিসের শট ঠেকান লেভান্তের গোলরক্ষক আইতর ফার্নান্দেস।

৬৫তম মিনিটে আবারও মেমফিসের শট ঠেকান স্প্যানিশ এই গোলরক্ষক।
 
৮১তম মিনিটে আনসু ফাতিকে বদলি নামান কোচ কোম্যান। গত বছরের নভেম্বরের পর এই প্রথম মাঠে নামলেন ১৮ বছর বয়সি ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফাতি।

ছয় ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলা লেভান্তে ৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে।

সাত ম্যাচ ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সেভিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ১৪ করে; এক ম্যাচ কম খেলা সেভিয়া আছে দুইয়ে।