• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

টুইটারে আসছে ‘এডিট’ অপশন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২  

নতুন সুযোগ নিয়ে পরিবর্তন আনতে চলেছে টুইটার। সময় উপযোগী এই পরিবর্তনে বেশ উপকারই হবে ব্যবহারকারীরা। জানা গেছে, টুইটার-এ আসছে ‘এডিট’ অপশন।

টুইট করে ফেলেছেন। তারপর দেখলেন যে কোনও বানান ভুল হয়ে গিয়েছে বা টুইটের সময় কোনও ভুল হয়ে গিয়েছে। এতদিন তা পাল্টানো যেত না। এবার সেই সুযোগ আনতে চলেছে টুইটার। গ্রাহকরা ‘এডিট’ অপশন পাবেন। আপাতত তা নিয়ে টেস্টিং চলছে।

তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইট। গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যবহারকারী বৃহস্পতিবার থেকেই সেই ‘এডিট’ অপশন পাবেন। 

এ প্রসঙ্গে টুইটারের জানিয়েছে, প্রাথমিকভাবে মাইক্রোব্লগিং সাইটের কর্মীদের ক্ষেত্রে ‘এডিট টুইট' অপশন চালু করা হচ্ছে। তারপর ‘ব্লু’ টিক থাকা টুইটার ব্যবহারকারীরা সেই সুবিধা পাবেন বলে মাইক্রোব্লগিং সাইটের পক্ষ হতে জানানো হয়েছে। 

টুইটার একটি ব্লগে আরও জানিয়েছে, 'এডিট টুইট' অপশনের ফিচারের ফলে ব্যবহারকারীরা টুইট করার পরও সংশোধন করতে পারবেন। তবে 'এডিট টুইট' ফিচার্সের আওতায় ফেসবুকের মতো যে কোনও সময় পোস্ট এডিট করা যাবে না। বরং টুইট করার ৩০ মিনিট পর্যন্ত 'কয়েকবার' সংশোধন করা যাবে। সেইসময়ের মধ্যে ভুল বানান, টাইপো সংশোধন করতে পারবেন গ্রাহকরা। সংশোধন করা যাবে ট্যাগ। 

কী কারণে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হচ্ছে, তা টুইটারেরও তরফে জানানো হয়েছে। মাইক্রো ব্লগিং সাইটের পক্ষ হতে জানানো হয়েছে, সেই বিষয়টি কোনও কথোপকথনের ন্যায়পরায়ণতা বজায় রাখতে সাহায্য করবে। কী বলা হয়েছে, সেই তথ্য জনসমক্ষে থাকবে।