• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

ধৈর্যধারণ ও ঈমানি মৃত্যু আল্লাহর বিশেষ অনুগ্রহ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

ঈমান ও ধৈর্য আল্লাহর মহা অনুগ্রহ। কারণ সহজ কিংবা কঠিন সময়ে ধৈর্যধারণ করতে পারা ও ঈমানের ওপর অটল ও অবিচল থাকতে পারা মুমিনের বিশেষ গুণ। এ দুটি বিশেষ গুণের অধিকারী হওয়া সবার ভাগ্যে জুটে না। মহান আল্লাহর একান্ত অনুগ্রহেই মুমিন বান্দা এই বিশেষ দুটি মর্যাদার অধিকারী হয়। যার ফলে বান্দার ঈমানি মৃত্যুও নসিব হয়। এ দুটি নেয়ামত পেতে মহান রবের সাহায্য পাওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। মহান আল্লাহ তার বান্দাকে কোরআনে পাকে এ প্রশিক্ষণই দিয়েছেন-

رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرًا وَّ تَوَفَّنَا مُسۡلِمِیۡنَ

উচ্চারণ : ‘রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্‌ফানা মুসলিমিন।’

অর্থ : ‘হে আমাদের রব! আমাদের পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদের মৃত্যু দান করুন।’ (সুরা আরাফ: আয়াত ১২৬)

মুসলিম উম্মাহর শিক্ষা ও অনুপ্রেরণা

ফেরাউন বনি ইসরাইল সম্প্রদায়কে অত্যাচার নির্যাতনের হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা আল্লাহর কাছে ধৈর্যধারণ ও ঈমানি মৃত্যু কামনা করেন। এ বিষয়টি মহান আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হয়েছিল বিধায় তিনি মুসলিম উম্মাহর জন্য তা কোরআনুল কারিমে তুলে ধরেছেন। এ আয়াতটি মুমিন বান্দার জন্য বিশেষ শিক্ষা ও অনুপ্রেরণা। কোরআনুল কারিমে বিষয়টি এভাবে ওঠে এসেছে-

وَ مَا تَنۡقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنۡ اٰمَنَّا بِاٰیٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتۡنَا ؕ رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَیۡنَا صَبۡرًا وَّ تَوَفَّنَا مُسۡلِمِیۡنَ

‘আর তুমি আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করছ শুধু এ কারণে যে, আমরা আমাদের রবের আয়াতসমূহের প্রতি ঈমান এনেছি, যখন তা আমাদের কাছে এসেছে। হে আমাদের রব, আমাদের পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদের মৃত্যু দান করুন।’ (সুরা আরাফ : আয়াত ১২৬)

সুতরাং মুসলিম উম্মাহর উচিত, সব সময় আল্লাহর কাছে বিপদ-মুসিবতে ধৈর্যধারণের দোয়া করা। মুসলিম হিসেবে ঈমানি মৃত্যুর জন্য আল্লাহর কাছে তাঁরই শেখানো ভাষায় ধরণা দেওয়া। সব সময় আল্লাহর কাছে ধৈর্যধারণ করার শক্তি ও সামর্থ্য কামনা করা। ঈমানের দৌলত কামনা করা। ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার তাওফিক কামনা করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে বিশেষ দুই অনুগ্রহ ধৈর্যধারণ ও ঈমানি মৃত্যুর তাওফিক দান করুন। আমিন।