• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আল্লাহকে ভয়কারীরা জান্নাতে পুরস্কার পাবেন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২  

যে ব্যক্তি আল্লাহকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করেছে, সবসময় যার এ উপলব্ধি ছিল যে, আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে এবং নিজের সব কাজ-কর্মের হিসেব দিতে হবে। তার জন্য কোরআনুল কারিমে ঘোষণা করা হয়েছে বিশেষ পুরস্কার। কী সেই পুরস্কার?

যারা দুনিয়ার জীবনে পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়টি উপলব্দি করতো তাদের উদ্দেশ্যে মহান আল্লাহ দুটি পুরস্কার ঘোষণা করেন। তাহলো-
وَ لِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ
‘আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি (জান্নাতের) বাগান।’ (সুরা আর-রাহমান : আয়াত ৪৬)

কোরআনুল কারিমের ঘোষণা অনুযায়ী তাদের জন্যই রয়েছে স্পেশাল দুটি বাগান বা উদ্যান। তারাই এই দুই উদ্যানের অধিকারী হবে।

যেমন হাদিসে আছে যে, ‘দুটি জান্নাত হবে রূপার। যার প্লেট এবং তাতে বিদ্যমান সব কিছুই হবে রূপার। দুটি জান্নাত সোনার হবে। তার প্লেট এবং তাতে বিদ্যমান সব কিছুই সোনার হবে।’ (বুখারি)

কোনো কোনো উক্তিতে এসেছে যে, সোনার বাগান বিশিষ্ট মুমিন مُقَرَّبِيْنَ তথা নৈকট্যপ্রাপ্তদের জন্য হবে। আর রূপার বাগান হবে সাধারণ মুমিন যথা, أَصْحَابُ الْيَمِيْنِ ডান দিকের অধিকারীদের জন্য।

সুতরাং পরকালে দুটি জান্নাত পেতে দুনিয়াতে যে কাজটি বেশি বেশি করতে হবে, তাহলো পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। এ অনুভূতি হৃদয়ে সব সময় জারি রাখতে হবে। তবেই সে পাবে আল্লাহ তাআলা ঘোষিত পুরস্কার দুটি জান্নাত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ের অনুভূতি দান করুন। পরকালে কোরআনে ঘোষিত পুরস্কার পাওয়ার তাওফিক দান করুন। আমিন।