• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জমিনভর্তি স্বর্ণের বিনিময়ে মুক্তি পাবে না যারা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

কেয়ামতের দিন বিচার-ফয়সালার সময় অবিশ্বাসীদের উপস্থিত করে বলা হবে- ‘যদি তোমাদের কাছে জমিনভর্তি স্বর্ণ থাকে; তবে তোমরা কি এর বিনিময়ে পরকালের শাস্তি থেকে মুক্তি কামনা করবে?

তখন এ কঠিন শর্তেও তারা বলবে, ‘হ্যাঁ’। তখন তাকে বলা হবে যে, তোমার কাছে এর চেয়েও সহজ জিনিস চাওয়া হয়েছিল। বলা হয়েছিল আমার সঙ্গে কাউকে শরিক করো না কিন্তু তুমি তা মানতে রাজি হওনি। আল্লাহ তাআলা এ বিষয়টি কোরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন-
اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَ مَاتُوۡا وَ هُمۡ کُفَّارٌ فَلَنۡ یُّقۡبَلَ مِنۡ اَحَدِهِمۡ مِّلۡءُ الۡاَرۡضِ ذَهَبًا وَّلَوِ افۡتَدٰی بِهٖ ؕ اُولٰٓئِکَ لَهُمۡ عَذَابٌ اَلِیۡمٌ وَّ مَا لَهُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ
নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং অবিশ্বাসী অবস্থায় মারা গেছে, তাদের কেউ মুক্তির বিনিময় হিসেবে জমিনভর্তি স্বর্ণ দিতে চাইলেও কখনো তা গ্রহণ করা হবে না। এসব লোকের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং এদের কোনো সাহায্যকারীও নেই।’ (সুরা আল-ইমরান : আয়াত ৯১)

এটি কোরআনুল কারিমের তৃতীয় সুরা আল ইমরানের ৯১তম আয়াত। এ আয়াতে পরকালের কঠিন শাস্তির সময় অবিশ্বাসীরা কঠিন শর্ত ও বিনিময় দিয়ে হলেও তা থেকে মুক্তি চাইবে, যা সেখানে কোনোভাবেই বিনিময় হিসেবে গ্রহণ করা হবে না।

দুনিয়াতে যারা মহান আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে তাদের ব্যাপারে এ আয়াতটি নাজিল করা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে এসেছে-
কেয়ামতের দিন মহান আল্লাহ একজন জাহান্নামীকে বলবেন, ‘যদি তোমার কাছে সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে সে সমস্ত স্বর্ণ কি তুমি দিতে পছন্দ করবে?’ সে বলবে, ‘হ্যাঁ।’ আল্লাহ তাআলা বলবেন, ‘আমি তো দুনিয়ায় এর থেকেও সহজ জিনিস তোমার কাছে চেয়েছিলাম। কেবল এই যে, আমার সঙ্গে কাউকে শরিক করো না। কিন্তু তুমি শিরক থেকে বিরত থাকনি।’ (মুসনাদ আহমাদ, বুখারি ও মুসলিম)

কোরআনের ঘোষণা ও হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী এ বিষয়টি সুস্পষ্ট যে, কাফেরের জন্য হবে জাহান্নামের চিরস্থায়ী আজাব। সে দুনিয়াতে কোনো ভাল কাজ করে থাকলেও কুফরীর কারণে তার সে ভাল কাজ বরবাদ হয়ে যাবে। বিষয়টি হাদিসে এভাবে এসেছে-
‘আব্দুল্লাহ ইবনে জাদআন; যে বড়ই অতিথিপরায়ণ, গরীব-অভাবীদের প্রতি উদার এবং ক্রীতদাস স্বাধীনকারী ছিল।’ তার সম্পর্কে জিজ্ঞাসা করা হল যে, এই ভালো কাজগুলো তার কোনো উপকারে আসবে কি?
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘না’। কারণ সে একদিনও স্বীয় প্রভুর কাছে নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করেনি।’ (মুসলিম)

সুতরাং এভাবে যদি কেউ কেয়ামতের দিন সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও বিনিময় স্বরূপ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়; তাও সম্ভব হবে না। কারণ-
প্রথমত : সেখানে মানুষের কাছে থাকবেই বা কি? আর যদি ধরে নেওয়া যায় যে, তার কাছে পৃথিবী পরিমাণ ধন-ভান্ডার আছে; যা দিয়ে সে নিজেকে আজাব থেকে বাঁচিয়ে নিতে চাইবে। তবুও সে বাঁচতে পারবে না। কারণ, তার কাছ থেকে বিনিময় গ্রহণ করাই হবে না। এ বিষয়টি একাধিক আয়াতে এভাবে ঘোষণা করা হয়েছে যে-
قُلۡ لِّعِبَادِیَ الَّذِیۡنَ اٰمَنُوۡا یُقِیۡمُوا الصَّلٰوۃَ وَ یُنۡفِقُوۡا مِمَّا رَزَقۡنٰهُمۡ سِرًّا وَّ عَلَانِیَۃً مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ یَوۡمٌ لَّا بَیۡعٌ فِیۡهِ وَ لَا خِلٰلٌ
আমার বান্দাদের মধ্যে যারা বিশ্বাসী তাদেরকে বল, ‘তারা যেন নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে; সেদিন আসার আগে- যেদিন কোনো ক্রয়-বিক্রয় থাকবে না এবং থাকবে না কোন বন্ধুত্ব।’ (সুরা ইবরাহিম : আয়াত ৩১)

وَ اتَّقُوۡا یَوۡمًا لَّا تَجۡزِیۡ نَفۡسٌ عَنۡ نَّفۡسٍ شَیۡئًا وَّ لَا یُقۡبَلُ مِنۡهَا عَدۡلٌ وَّ لَا تَنۡفَعُهَا شَفَاعَۃٌ وَّ لَا هُمۡ یُنۡصَرُوۡنَ
‘তোমরা সেই দিনকে ভয় কর, যেদিন কেউ কারো উপকারে আসবে না, কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ গৃহণ করা হবে না। কোনো সুপারিশ কারো পক্ষে লাভজনক হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না।’ (সুরা বাকারা : আয়াত ১২৩)

মূল কথা হলো
যারা তাওহিদ, রেসালাত ও আখেরাতে অবিশ্বাসী। তারা যত ভালো কাজই করুক না কেন, তারা পরকালে কোনোভাবেই মুক্তি পাবে না। পরকালের মুক্তির জন্য দুনিয়ায় আল্লাহর একত্ববাদ ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেসালাত ও পরকালকে বিশ্বাস করা আবশ্যক। এর ব্যতিক্রম হলে কোনো বিনিময়েই মুক্তির কোনো সম্ভাবনা নেই। এ বিষয়টি আল্লাহ তাআলা কোরআনুল কারিমের এ আয়াতে তুলে ধরেছেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইসলাম ও রেসালাতের বিশ্বাস স্থাপন করার তাওফিক দান করুন। তাওহিদ ও রেসালাতের প্রতি অবিশ্বাসের পরিণতি থেকে সবাইকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।