• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির হামলায় এলাকা ছাড়া কৃষকলীগ নেতার পরিবার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৯ জুন ২০২২  

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি নেতার হামলায় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এলাকাছাড়া হওয়ার অভিযোগ উঠেছে।  

নিজেদের বাঁচাতে শুক্রবার বিকেল ৪টার দিকে নগরীর এক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন কৃষকলীগ নেতার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আতিকুর রহমান।

তিনি গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও মোসড়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে। 

অভিযুক্তরা হলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন, একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জালাল, সোলাইমানের ছেলে কামাল ও আনারুল।

সংবাদ সম্মেলনে আতিকুর রহমান বলেন, এলাকার মানিক মিয়া ওয়াকফ এস্টেটের ৫১ বিঘা জমি লিজ নেন বাবা। পরে স্থানীয় বিএনপির লোকজন ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে চেয়ারম্যান নিজেই জমিগুলো নিতে চান। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং ১৪৪ ধারা জারি করেন আদালত।

আতিকুরের ভাষ্য, চেয়ারম্যানের নির্দেশে জমিতে কাজ করতে থাকা কৃষকদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় কয়েকজন আহত হলেও পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে মামলা করা হয়।
 
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির নেতারা এলাকায় সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে। আমরা দুর্বল হওয়ায় তাদের সঙ্গে পেরে উঠতে পারছি না। তারা নানান কায়দায় আমাদের ওপর একের পর এক হামলা অব্যাহত রেখেছে। আমাদের যাকেই পাচ্ছে তাকেই মারধর বা মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।
 
গত মঙ্গলবার রাতে ভগ্নিপতি পল্লিচিকিৎসক মফিজুল ইসলাম তার চেম্বার থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বিএনপির সন্ত্রাসীরা ওৎ পেথে থেকে রাতের আঁধারে বিএনপি নেতা জালালের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে। বর্তমানে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার হাত ও পায়ের ৪ জায়গা ভেঙে গেছে।

তিনি বলেন, মফিজুল ইসলাম গত ইউপি নির্বাচনে সদস্য পদে বিএনপি নেতা জালালকে পরাজিত করে জয়ী হন। এতে ক্ষিপ্ত হয় বিএনপির লোকজন। এরই সুযোগে তাকে মারধর করে।

সংবাদ সম্মেলনে আতিকুরের বাবা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজাহার আলী বলেন, দফায় দফায় হামলা চালনো হয়েছে আমার বাসায়। স্থানীয় বিএনপি নেতাদের দাপটে নিজের এলাকায় ঢুকতে পারছি না। তারা আমাকে ফোন করে হুমকি দিয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মো. জালাল হোসেন বলেন, হামলার প্রশ্নই আসে না। সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
 
পাকড়ি ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, উভয়পক্ষকে নিয়ে বসে মীমাংসা করার চেষ্টা করছি। 

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার একটি হামলার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।