• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

দিন-দুপুরে দুই ট্রাক ইট ছিনতাই করলেন জামায়াত নেতা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১  

যশোরের চৌগাছায় ডিবি ও সাংবাদিক পরিচয়ে দিন-দুপুরে দুই ট্রাক ইট ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা কবির বিন সামাদের বিরুদ্ধে। বুধবার (২৮ জুলাই) সকালে ওই উপজেলার কমলাপুর মোড়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কবির বিন সামাদ ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের নবগ্রামের মাওলানা আব্দুস সামাদের ছেলে। তিনি ‘ঠিকানা টিভি’ নামে একটি ফেসবুক পেইজের পরিচালক, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নেতা এবং ওয়ায়েজিন।

জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো দুটি মাইক্রোবাস নিয়ে চৌগাছার কমলাপুর মোড়ের এইচ.এম ব্রিকস নামে একটি ইটভাটায় যান কবির বিন সামাদ। সে সময় তিনি ও তার সঙ্গের লোকজন নিজেদের সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুই ট্রাক ইট ছিনতাইয়ের চেষ্টা করেন। ইটভাটার ম্যানেজার সবুজ হোসেন ৯৯৯-এ কল করলে চৌগাছা থানার পুলিশের সদস্যরা ছিনতাই করা ইট উদ্ধার করে থানায় নিয়ে যান।

ম্যানেজার সবুজ হোসেন বলেন, কিছু বুঝে ওঠার আগেই কবির বিন সামাদ ও তার লোকজন এসে আমাদের কাছে সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয় দেয়। কোনো কথা না শুনে তারা দুই ট্রাক ইট নিয়ে চলে যায়। তখন আমি ৯৯৯-এ কল করি। পরে পুলিশ এসে ইট উদ্ধার করে। কিছুক্ষণ পরই কবির বিন সামাদকেও থানায় নিয়ে যাওয়া হয়। আমি কবির বিন সামাদকে চিনতাম না। পরে জানতে পারি সে  জামায়াত নেতা এবং ফেসবুকে কৌতুক আর ইসলামিক বক্তব্য দিয়ে ভিডিও ছাড়ে।

এইচ.এম ব্রিকস নামে ওই ইটভাটার মালিক মো. গোলাম রসুল বলেন, ঘটনার সময় আমি যশোরে ছিলাম। ইট ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত চলে আসি। আমার সামনেই জামায়াত নেতা কবির বিন সামাদকে থানায় ডাকা হয়। পরে ওসির সঙ্গে কথা বলে সে চলে যায়। তারা দিন-দুপুরে প্রভাব খাটিয়ে আমার ভাটা থেকে ইট ছিনতাই করেছে। আমি আইনি পদক্ষেপ নেব।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জামায়াত নেতা কবির বিন সামাদের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে ইট ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন প্রত্যক্ষদর্শী এক মাদরাসার অধ্যক্ষ।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ইটগুলো থানার হেফাজতে আছে। ৬ আগস্ট দুই পক্ষের থানায় বসার কথা রয়েছে। সেখানে মীমাংসা না হলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, যশোর জেলা জামায়াতের তিনজন প্রভাবশালী নেতা জানিয়েছেন- কবির বিন সামাদের সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। কিন্তু তার ইট ছিনতাইয়ের বিষয়ে তারা কিছু জানেন না।

তারা বলেছেন, আমাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে কবির নিজেকে জামায়াত নেতা পরিচয় দেয়। কিন্তু অফিসিয়ালি সে আমাদের কোনো স্তরের সদস্য না। তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে কবির বিন সামাদের কোনো চাতুরীতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।