• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন : প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে শিক্ষা ব্যবস্থায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয়: প্রধানমন্ত্রী

বরিশালে বাইক চালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩  

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে হত্যার দায়ে এক যুবককে  মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বরিশাল জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) ওবায়দুল্লাহ সাজু জানান।

মৃত্যুদণ্ড প্রাপ্ত রাসেল হাওলাদার (৩০) বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- ওই গ্রামের বাসিন্দা বেল্লাল হোসেন (৩৩), শাহিন মিয়া (৩২) এবং ইদ্রিস হাওলাদার (৩০)।

মামলার বরাতে পিপি সাজু বলেন, ২০১৯ সালের ৪ মার্চ বাকেরগঞ্জ উপজেলার বালি গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে গভীর নলকূপ স্থাপন করতে আসেন আসামিরা। পরদিন রাত সাড়ে ১১টার দিকে ওই গ্রামের সড়কে ভাড়ায় মোটরসাইকেল চালক ফয়সালকে একা পান তারা। তখন ফয়সালের পথরোধ করে রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে ওই আসামিরা। এরপর গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে ফয়সালকে হত্যা করে পাশের এক দোকানের পেছনে লাশ লুকিয়ে ফেলে।

তিনি আরও বলেন, পরে রাতেই ফয়সালের মোবাইল ফোন, টাকা ও মোটরসাইকেলের ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করেন আসামিরা। এরপর ওই বাড়ির গৃহকর্তা শহিদুল এসে মারামারি থামানোর সময় মোবাইল ফোনে ফয়সালের ছবি দেখতে পান।

পরে তার ঘরে পেছনে মোটরসাইকেল দেখে পাশের গ্রামের ফয়সালের বাবা নুরুল ইসলামকে খবর দেয় তিনি। এরপর নুরুল ইসলাম এসে তার ছেলের মোটরসাইকেল শনাক্ত করেন।

এরপর চারজনকে আটক করা হলে তারা ফয়সালকে হত্যা করে লাশ লুকিয়ে ফেলার কথা স্বীকার করেন। পরে খবর দিলে পুলিশ এসে ফয়সালের লাশ উদ্ধার করে তাদের গ্রেপ্তার করে।

আইনজীবী বলেন, এ ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা করে।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক নকীব আকরাম হোসেন পাঁচজনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামি রাসেলকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।