• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রদল নেতা গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বরিশালের গৌরনদীতে নিজ এলাকায় এাস সৃষ্টি করা মামলার আসামী ছাত্রদল নেতা কাইফি শিকদারকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় বাদী উল্লেখ করেন, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে বাদি গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে অবস্থানকালিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালানোর সময় নিউমেরিক আইডি ১০০০০৬৯৮৭৫১৯২৩৬ দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রোঁ’র অভ্যর্থনার ও কুশল বিনিময়ের একটি ছবি ব্যবহার করে কটুক্তির স্ট্যাটাস দেন। উক্ত পোস্ট মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাইফি শিকাদার মিমি(২৫) উক্ত আইডিটি ব্যবহার করে আসছিল। তার পিতা আবুল শিকাদার উক্ত পোস্টটি ফটোকপি করে এলাকায় বিতরণ করেছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল সোয়া ৪টার দিকে উত্তর বিজয়পুর এলাকায় কাইফি শিকদারের বাড়ির কাছে আকস্মিকভাবে ২০-২৫ জনে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে স্থানীয় জনসাধারনের মধ্যে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।

এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে ১৪ সেপ্টেম্বর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পরে গৌরনদী পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেফতার করে বরিশাল প্রেরন করা হয়। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে ওই মামলার আসামী সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাইফি শিকদার মিমি(২৫)কে গ্রেফতার করে গৌরনদী মডেল থানায় আনা হয়েছে। আজ বুধবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলবদ্ধ হয়ে এলাকায় এাস সৃষ্টি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। ওই মামলার আসামী সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাইফি শিকদার মিমি(২৫)কে গ্রেফতার করে গৌরনদী মডেল থানায় আনা হয়েছে।