• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
শেখ হাসিনার মানবাধিকারের বড় দৃষ্টান্ত ১০ লাখ রোহিঙ্গা পুনর্বাসন নির্বাচন বানচালে সহিংসতা, মিথ্যাচার করছে বিএনপি-জামায়াত: জয় ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর এদেশে মানবাধিকার বলে কিছু ছিলো না’ ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী

খতনার সময় শিশুর বিশেষ অঙ্গ কেটে ফেললেন হাজাম

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩  

বরিশালের বাকেরগঞ্জে খতনা করার সময় এক শিশুর বিশেষ অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে হাজামের বিরুদ্ধে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, বাকেরগঞ্জ উপজেলা পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের বাসিন্দা শাহজাহান হাজামকে আমার ছেলের মুসলমানির জন্য বাড়িতে ডাকা হয়। তিনি এসে খতনার সময় সামনের চামড়া না কেটে বিশেষ অঙ্গের অর্ধেক পরিমাণ কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ছেলেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে স্থানান্তর করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র মিত্র বলেন, ওই লোক দীর্ঘদিন ধরে এ কাজ করেছে। তার বয়স এখন ৯০ এর কোঠায়। এরপরও যেহেতু তিনি ভুল করেছেন তার এলাকার মেম্বার-চেয়ারম্যান ডেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এ কাজ আর জীবনেও করবেন না। এছাড়া ওই শিশুর চিকিৎসার সব খরচ বহন করবেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, লোকমুখে বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।