• সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
‘আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’ শহর ও গ্রামের বৈষম্য দূর করবে সরকার: প্রধানমন্ত্রী বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ শিশুর সুশিক্ষা-সুস্থ বিনোদন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি সরকার প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ ‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় বিএনপি নেতা গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

আগৈলঝাড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বরিশালের গৌরনদীতে নিজ এলাকায় এাস সৃষ্টি করার অভিযোগে বিএনপির ২ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিএনপির অজ্ঞাতনামা আরো ২০-২৫ নেতাকর্মীকে আসামি করে গৌরনদী থানায়  দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় ১৪ সেপ্টেম্বর রাতে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা জুবায়ের ইসলাম সান্টৃু ভূইয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। ১৫ সেপ্টেম্বর ভোর রাতে ওই মামলার দুই নং আসামী গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেফতার করে পুলিশ।
মামলার আসামিরা হলেন- সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাইফি শিকদার মিমি(২৫) ও তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম শিকদার(৬০) এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ২০-২৫ নেতাকর্মী।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে বাদি গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে অবস্থানকালিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালানোর সময় নিউমেরিক আইডি ১০০০০৬৯৮৭৫১৯২৩৬ দিয়ে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রোঁ’র অভ্যর্থনার ও কুশল বিনিময়ের একটি ছবি ব্যবহার করে কটুক্তির স্ট্যাটাস দেন। উক্ত পোস্ট মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাইফি শিকাদার মিমি(২৫) উক্ত আইডিটি ব্যবহার করে আসছিল। তার পিতা আবুল শিকাদার উক্ত পোস্টটি ফটোকপি করে এলাকায় বিতরণ করেছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল সোয়া ৪টার দিকে উত্তর বিজয়পুর এলাকায় কাইফি শিকদারের বাড়ির কাছে আকস্মিকভাবে ২০-২৫ জনে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে স্থানীয় জনসাধারনের মধ্যে এাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এব্যাপারে গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দলবদ্ধ হয়ে এলাকায় এাস সৃষ্টি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে আবুল শিকদারকে গ্রেফতার  করেন।  গ্রেফতারকৃত আবুল শিকদারকে ১৫ সেপ্টেম্বর দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  তদন্তে সাইবার অপরাধ  আইনে অপরাধের সত্যতা পাওয়া গেলে আদালতের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আফজাল হোসেন জানান।