• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় শারিরিক প্রতিবন্ধি শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর শারিরিক প্রতিবন্ধি শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষককে বরিশাল আদালতে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ওসিসিতে প্রেরন করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শেখ মো. কাওসারের ছেলে রিফাত শেখ (২০) প্রতিবেশীর পঞ্চম শ্রেনী পড়ুয়া শারিরীক প্রতিবন্ধি মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। শিশু শিক্ষার্থী রিফাতের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন গত ১০ মে বখাটে রিফাত ওই শিশু ছাত্রীকে একটি স্বর্নের চেইন দেয়ার প্রলোভন দেখিয়ে স্কুল লেইজারের সময়ে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলার সময় শিশুটিকে মাঠ থেকে ডেকে নিয়ে যায়। রিফাত ওই শিশুকে ডেকে জনৈক মোস্তফা মিয়ার পাট ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষক রিফাত ঘটনা কাউকে জানালে আরও বড় ধরনের ক্ষতির হুমকি দিলে ভয়ে ধর্ষিতা শিশু ঘটনা পরিবারের কাউকে জানাননি।

এক পর্যায়ে মামলার ২নং স্বাক্ষীর মাধ্যমে ধর্ষিতা শিশুর বাবা ১৪ মে ঘটনা জানতে পারেন। ধর্ষণের ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে ধর্ষক রিফাতকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, নং-৬। মামলা দায়েরের পরে পুলিশের এসআই নুরুল ইসলাম অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই ধর্ষক রিফাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক রিফাতকে আজ বুধবার দুপুরে বরিশাল আদালতে ও ধর্ষিতা শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে থানার ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, শারিরীক প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।