• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আগৈলঝাড়ায় শারিরিক প্রতিবন্ধি শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর শারিরিক প্রতিবন্ধি শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষককে বরিশাল আদালতে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ওসিসিতে প্রেরন করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শেখ মো. কাওসারের ছেলে রিফাত শেখ (২০) প্রতিবেশীর পঞ্চম শ্রেনী পড়ুয়া শারিরীক প্রতিবন্ধি মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। শিশু শিক্ষার্থী রিফাতের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন গত ১০ মে বখাটে রিফাত ওই শিশু ছাত্রীকে একটি স্বর্নের চেইন দেয়ার প্রলোভন দেখিয়ে স্কুল লেইজারের সময়ে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলার সময় শিশুটিকে মাঠ থেকে ডেকে নিয়ে যায়। রিফাত ওই শিশুকে ডেকে জনৈক মোস্তফা মিয়ার পাট ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষক রিফাত ঘটনা কাউকে জানালে আরও বড় ধরনের ক্ষতির হুমকি দিলে ভয়ে ধর্ষিতা শিশু ঘটনা পরিবারের কাউকে জানাননি।

এক পর্যায়ে মামলার ২নং স্বাক্ষীর মাধ্যমে ধর্ষিতা শিশুর বাবা ১৪ মে ঘটনা জানতে পারেন। ধর্ষণের ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে ধর্ষক রিফাতকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, নং-৬। মামলা দায়েরের পরে পুলিশের এসআই নুরুল ইসলাম অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই ধর্ষক রিফাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক রিফাতকে আজ বুধবার দুপুরে বরিশাল আদালতে ও ধর্ষিতা শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে থানার ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, শারিরীক প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।