• শনিবার ০৩ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২০ ১৪৩০

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় শারিরিক প্রতিবন্ধি শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর শারিরিক প্রতিবন্ধি শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষককে বরিশাল আদালতে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ওসিসিতে প্রেরন করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের শেখ মো. কাওসারের ছেলে রিফাত শেখ (২০) প্রতিবেশীর পঞ্চম শ্রেনী পড়ুয়া শারিরীক প্রতিবন্ধি মেয়েকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। শিশু শিক্ষার্থী রিফাতের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন গত ১০ মে বখাটে রিফাত ওই শিশু ছাত্রীকে একটি স্বর্নের চেইন দেয়ার প্রলোভন দেখিয়ে স্কুল লেইজারের সময়ে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলার সময় শিশুটিকে মাঠ থেকে ডেকে নিয়ে যায়। রিফাত ওই শিশুকে ডেকে জনৈক মোস্তফা মিয়ার পাট ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষক রিফাত ঘটনা কাউকে জানালে আরও বড় ধরনের ক্ষতির হুমকি দিলে ভয়ে ধর্ষিতা শিশু ঘটনা পরিবারের কাউকে জানাননি।

এক পর্যায়ে মামলার ২নং স্বাক্ষীর মাধ্যমে ধর্ষিতা শিশুর বাবা ১৪ মে ঘটনা জানতে পারেন। ধর্ষণের ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে ধর্ষক রিফাতকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন, নং-৬। মামলা দায়েরের পরে পুলিশের এসআই নুরুল ইসলাম অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই ধর্ষক রিফাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক রিফাতকে আজ বুধবার দুপুরে বরিশাল আদালতে ও ধর্ষিতা শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে থানার ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, শারিরীক প্রতিবন্ধি শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।