• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বিএনপি ধ্বংস করে, আওয়ামী লীগ সৃষ্টি করে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী), ২০২৩’এর খসড়া নীতিগতভাবে অনুমোদন ভূমি উন্নয়ন কর আদায় হবে জুলাই-জুন মেয়াদে সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে

বানারীপাড়াকে গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করবেন প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

আগামী ২২মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালের মাধ্যমে বানারীপাড়া উপজেলাকে শতভাগ ভুমি ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করবেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৩ মার্চ দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনার মো.আমিন উল আহসান ও জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বরিশালের বানারীপাড়া পৌর সভার ১নং ওয়ার্ডে মুজিববর্ষ উপলক্ষে ভুমি ও গৃহহীনদের চতুর্থ পর্যায়ে নির্মিত ৮৯টি ঘর পরিদর্শণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহ মো.রফিকুল ইসলাম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, পৌরমেয়র এ্যাড.সুভাষ চন্দ্র শীল, উপজেলা প্রকৌশলী মো.হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন উল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিনসহ প্রমুখ।

ঘর পরিদর্শন করে বরিশাল বিভাগীয় কমিশনার মো.আমিন উল আহসান বলেন, পিছিয়ে পড়া মানুষদের সবার আগে সেবা প্রদানের এ আশ্রয়ন প্রকল্প সারা বিশ্বে ’অন্তর্ভুক্তিমূলক শেখ হাসিনা মডেল’ হিসেবে পরিচিতি ও গ্রহণযোগ্যতা পেয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের জমিসহ এই পাকা ঘর অনাবিল হাসি ফুটিয়েছে অসহায় মানুষের মুখে। আশ্রয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচীসহ সব ধরনের সহায়তা ও পুরুষের পাশাপাশি নারীদেরকেও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষন ও পরামর্শও দেওয়া হচ্ছে।

এব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, বানারীপাড়া সন্ধ্যা ও এর শাখা নদীর তীরে মনোরম পরিবেশে আশ্রয়নে ২ শতক জমিসহ সেমি পাকা ঘরগুলো নির্মাণ করা হয়েছে। গৃহ ও ভুমিহীনরা স্বপ্নের এ পাকা ঘর পাওয়ায় এই অসহায় মানুষগুলোর জীবন বদলে গেছে। এই মানুষগুলোর একসময় ছিলোনা নিজস্ব কোন স্থায়ী ঠিকানা। তারা মানবেতর জীবনযাপন করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ উপহারের বাসস্থানসহ নানাবিধ সুবিধার ছোঁয়ায় বদলে যাচ্ছে তাদের জীবনমান।

এব্যাপারে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী বলেন, ’দেশের একজন মানুষও ভুমি ও গৃহহীন থাকবেনা’- মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বানারীপাড়া উপজেলা প্রশাসন। বানারীপাড়া উপজেলা ৮টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে মোট ৩ শত ৮০টি পরিবাররের জন্য ২ শতক করে জমির দলিলসহ সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে পৌর শহরের ১নং ওয়ার্ডসহ উপজেলার বাইশারী, সলিয়াবাকপুর ও ইলুহার ইউনিয়নে চতুর্থ পর্যায়ে নির্মিত জমিসহ আরো ১শত ৪২টি সেমিপাকা ঘর উপকারভোগীদের মাঝে হাস্তান্তর করবেন।