• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী), ২০২৩’এর খসড়া নীতিগতভাবে অনুমোদন ভূমি উন্নয়ন কর আদায় হবে জুলাই-জুন মেয়াদে সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত

বরিশালে মরফিনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে জি-মরফিন ইনজেকশনসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বৃহস্পতিবার দুপুর বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্টান্ডে গোল্ডলাইন বাসে অভিযান চালিয়ে ১০০ এ্যামপুল জি মরফিন ইনজেকশন সহ দুই জন কে গ্রেফতার করা হয়ছে।

গ্রেফতারকৃত হলেন, বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডের গগন গলির বাসিন্দা ইশতিয়াক আহমেদ স্ত্রী ইশরাত জাহান (২৪) এবং বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার হাওলাদার বাড়ির মোয়াজ্জেম হোসেন হাবিবের পুত্র ইশতিয়াক আহমেদ খাঁন(২৫)।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্টান্ডে গোল্ডলাই বাসে অভিযান চালানো হয়।

এসময় স্বামী-স্ত্রী পরিচয় দেয়া দুইজনকে তল্লাশি করে ১০০ এ্যামপুল জি-মরফিন ইনজেকশন সহ তাদের আটক করা হয়ছে। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল এয়ারপোর্টে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।