• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল পর্যটন শিল্পের প্রসারে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী

ভোটের সময় পুলিশ থাকবে নির্বাচন কমিশনের অধিনে- স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের মুলাদীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ‘নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করবে তখন পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের অধিনে থাকবে।

তখন পুলিশ-নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য যা প্রয়োজন সেগুলো নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করবে। সেখানে নির্বাচন কমিশন যেভাবে চাইবে আমাদের পুলিশ বাহিনীও সেভাবেই জনগণের সেবা করতে পারবে’।

বরিশালের মুলাদী উপজেলায় বৃহস্পতিবার থানার চার তলা নবর্নির্মিত ভবনের ফলক উন্মোচনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। পরে নবনির্মিত ভবনের সামনের মাঠে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে অংশ নেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী অনেক এগিয়ে গিয়েছে। পুলিশ জনগণের বন্ধু ও আস্থার প্রতীক হিসেবে পরিণত হয়েছে। তাই পুলিশী সেবা কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশকে আরও আধুনিক, সুসজ্জিত ও দক্ষতা বৃদ্ধি করছি। যাতে আমাদের এলাকা ও জনপদ নিরাপদে থাকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক পুলিশ বিনির্মাণ করতে যাচ্ছি’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রথমে একশ একটি পরে আরও কয়েকটি থানা একই ডিজাইনে তৈরি করা হচ্ছে। থানাগুলোতে সর্বাধুনিক ও সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। এখানে শিশু এবং নারীসহ সকলের জন্য সহায়তা ডেস্ক থাকবে। এই থানাগুলোতেও আধুনিক পুলিশিং ব্যবস্থা থাকবে। আমরা ধীরে ধীরে এই থানাগুলিকে যুগোপযোগী থানায় পরিণত করবো’।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান, জেলা  প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে সরকারের গণপূর্ত বিভাগ নির্মিত ভবন উদ্বোধন ও সভা শেষ স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি করেন।