• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বিএনপি ধ্বংস করে, আওয়ামী লীগ সৃষ্টি করে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী), ২০২৩’এর খসড়া নীতিগতভাবে অনুমোদন ভূমি উন্নয়ন কর আদায় হবে জুলাই-জুন মেয়াদে সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে

ভোটের সময় পুলিশ থাকবে নির্বাচন কমিশনের অধিনে- স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩  

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের মুলাদীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ‘নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করবে তখন পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের অধিনে থাকবে।

তখন পুলিশ-নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য যা প্রয়োজন সেগুলো নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করবে। সেখানে নির্বাচন কমিশন যেভাবে চাইবে আমাদের পুলিশ বাহিনীও সেভাবেই জনগণের সেবা করতে পারবে’।

বরিশালের মুলাদী উপজেলায় বৃহস্পতিবার থানার চার তলা নবর্নির্মিত ভবনের ফলক উন্মোচনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। পরে নবনির্মিত ভবনের সামনের মাঠে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে অংশ নেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী অনেক এগিয়ে গিয়েছে। পুলিশ জনগণের বন্ধু ও আস্থার প্রতীক হিসেবে পরিণত হয়েছে। তাই পুলিশী সেবা কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশকে আরও আধুনিক, সুসজ্জিত ও দক্ষতা বৃদ্ধি করছি। যাতে আমাদের এলাকা ও জনপদ নিরাপদে থাকে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক পুলিশ বিনির্মাণ করতে যাচ্ছি’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রথমে একশ একটি পরে আরও কয়েকটি থানা একই ডিজাইনে তৈরি করা হচ্ছে। থানাগুলোতে সর্বাধুনিক ও সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। এখানে শিশু এবং নারীসহ সকলের জন্য সহায়তা ডেস্ক থাকবে। এই থানাগুলোতেও আধুনিক পুলিশিং ব্যবস্থা থাকবে। আমরা ধীরে ধীরে এই থানাগুলিকে যুগোপযোগী থানায় পরিণত করবো’।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান, জেলা  প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে সরকারের গণপূর্ত বিভাগ নির্মিত ভবন উদ্বোধন ও সভা শেষ স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি করেন।