• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন বছরের সাজা এড়াতে ৩০ বছর পালিয়ে - অবশেষে গ্রেপ্তার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

বরিশাল প্রতিনিধি: চুরির মামলায় হওয়া তিন বছরের কারাদণ্ড থেকে বাঁচতে ৩০ বছর পালিয়েও রক্ষা হয়নি ফিরোজ মল্লিকের (৬০)। অবশেষে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে উজিরপুর থানা পুলিশ । গ্রেফতার মো. ফিরোজ মল্লিক বরিশালের  উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের আবদুল মজিদ মল্লিকের ছেলে।

বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মিলন।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী থানাধীন এলাকা থেকে ফিরোজ মল্লিককে গ্রেফতার করা হয়। সেখানে তিনি ভাঙ্গারির ব্যবসার সঙ্গে জড়িত রেখেছেন নিজেকে। গ্রেফতারের পর প্রতিবেশীরাও ফিরোজকে শনাক্ত করে।  

এসআই মেহেদী হাসান বলেন, চুরির ঘটনায় ১৯৯৩ সালে মামলা হয় ফিরোজ মল্লিকের নামে। মামলার পরপরই গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে বিচারিক কাজ শেষে তাকে ৩ বছরের সাজা দেন আদালত। আর ওই সাজা এড়াতে নাম পরিবর্তন করে ছদ্মবেশে দীর্ঘ প্রায় ৩০ বছর ফিরোজ মল্লিক দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়ান। এমনকি পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে মোবাইল ফোনও ব্যবহার করতেন না ফিরোজ।

এসআই আরও বলেন, বর্তমানে ফিরোজ মল্লিকের বয়স ৬০ বছরের কাছাকাছি। যখন মামলাটি হয়েছিলো তখন তিনি যুবক বয়সী, স্ত্রী সন্তানও ছিল তার। তবে তাদের ভালোবাসা উপক্ষো করে নিজের এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় ফিরোজ।  এর আগে ফিরোজ ঢাকা ও বরিশালেও পালিয়ে বেরিয়েছেন।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, অবশেষে দীর্ঘ ৩০ বছর পর ফিরোজ মল্লিককে গ্রেফতার করা গেছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এরকম অভিযানের পাশাপাশি নতুন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার কার্যক্রম আমাদের চলমান থাকবে।