• বুধবার ০৭ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাধীনতার ইতিহাসে ৬ দফা অন্যতম মাইলফলক: রাষ্ট্রপতি ৬ দফার প্রতি জনসমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ঐতিহাসিক ছয় দফা দিবস আজ সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: শেখ হাসিনা সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শেখ হাসিনা একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী সত্যের জয় হবেই: প্রধানমন্ত্রী

গৌরনদীতে অদ্ভুত ছাগল ছানার জন্ম। দেখতে মানুষের ভিড়

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২  

বরিশালের গৌরনদীতে অদ্ভুত আকারের একটি ছাগল ছানার জম্ম হয়েছে। অদ্ভুত ছাগলের ছানাটি দেখার জন্য দিনমজুরের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন। জানা গেছে, গৌরনদী পৌরসভার কাসেমাবাদ এলাকার দিনমজুর শাহাদাত সরদারের পালিত একটি ছাগল অদ্ভুত আকারে একটি বাচ্চা জম্ম দিয়েছে।

ওই দিনমজুর শাহাদাতারের মা রেহানা বেগম(৬০)  জানান, গত আট মাস ধরে তার ছেলে শাহাদাত একটি বকরী ছাগল পালন করে আসছে। ছয়মাস পূর্বে প্রাকৃতিক উপায়ে বকরীটি গর্ভবর্তী হয়। ২০ নভেম্বর রোববার দুপুরে বকরীটি দুইটি ছানা জম্ম দেয়। এর মধ্যে একটি ছানা জম্ম নেওয়ার পরপরই মারা যায় এবং অপরটি দেখতে অদ্ভুত হওয়ায় ছাগল ছানাটি এক নজর দেখার জন্য তার ছেলে শাহাদাতের বাড়িতে জনতা ভির করছেন। অদ্ভুতভাবে জম্ম নেওয়া ছানাটির নাকের মধ্যে দিয়ে জিব্বা বের হয়ে গেছে। দুই চোখ না থাকলেও কপালের উপর অস্পষ্ট চোখের আকৃতি রয়েছে। মুখ না থাকায় বাচ্চাটি খেতে পারছে না। চার পা থাকলেও বাচ্চাটি উঠে দাড়াতে পারছেনা।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.মিজানুর রহমান জানান, অ্যাবনরমাল শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করে তখন এ ধরনের বিচিত্র আকৃতির ছাগলছানার জম্ম হতে পারে। তবে এটা সচরাচর দেখা যায়না। তিনি আরও জানান, ছানাটি সুস্থ রাখতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে অফিস থেকে সকল ধরনের পরামর্শ ও সহযোগীতা করা হবে।