• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে অনাবাদী জমিতে চাষাবাদ শুরু করেন উজিরপুর মডেল থানা পুলিশ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রতিটি এলাকায় এক ইঞ্চি জায়গাও অনাবাদী-পরিত্যক্ত রাখা যাবে না। পরিত্যক্ত জমি চাষাবাদ করে ফসল ফলিয়ে নিজের, সমাজের ও দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে বরিশালের উজিরপুর মডেল থানার ওসি মো.কামরুল হাসান থানা কম্পাউন্ডের ভিতরে প্রায় দুই একর অনাবাদী-পরিত্যক্ত জায়গা চাষাবাদ করে ফসল ফলানোর উদ্যোগ নিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে ট্রাক্টর দিয়ে থানা কম্পাউন্ডের ভিতরের পরিত্যক্ত জমি চাষাবাদ শুরু করেন।

জানা গেছে, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দিয়েছে। একারনে বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সভা-সমাবেশে দেশের নেতা-কর্মী থেকে শুরু করে সকল শ্রেনী-পেশার মানুষকে স্ব-স্ব স্থান থেকে অনবাদী ও পরিত্যক্ত জমিতে ফসল উৎপাদন করার নির্দেশ দিয়েছেন। যাতে করে বাংলাদেশে মানুষের খাদ্যের সংকট সমাধান করা যায়। আর এ কাজে সর্বপ্রথম উজিরপুর মডেল থানার ওসি মো.কামরুল হাসান থানার ভিতরের অনাবাদী পরিত্যক্ত জমিতে চাষাবাদ করে ফসল উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেন। তার দেখাদেখি স্থানীয়রা একাজে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

এব্যাপারে ওসি কামরুল হাসান বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে অনাবাদী জমিতে চাষযোগ্য করে ফসল উৎপাদনের নির্দেশ দিয়েছে। এই নির্দেশের কারনে থানা কম্পাউন্ডের মধ্যে অনাবাদী জমিতে চাষ করে বিভিন্ন ফসল উৎপাদনের সিদ্বান্ত নেওয়া হয়েছে।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদ হোসেন বলেন, অনাবাদী জমি আবাদযোগ্য করে গড়ে তুলতে আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা করা হবে। মাটির উপর নির্ভর করে যেখানে যে ফসল উৎপাদনের উপযোগী সেই ফসল উৎপাদনের জন্য সহযোগিতা করা হবে।