• বুধবার ০৭ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাধীনতার ইতিহাসে ৬ দফা অন্যতম মাইলফলক: রাষ্ট্রপতি ৬ দফার প্রতি জনসমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ঐতিহাসিক ছয় দফা দিবস আজ সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: শেখ হাসিনা সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শেখ হাসিনা একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী সত্যের জয় হবেই: প্রধানমন্ত্রী

বিএনপির মুখে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের কথা মানায় না- মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২  

গণতন্ত্র হত্যা করে বন্দুকের নলের মাধ্যমে জিয়াউর রহমানের ক্ষমতা দখল করা ও তার আমলে হ্যাঁ না ভোটের কথা দেশের মানুষ আজও ভুলেনি। সেই বিএনপির মুখে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের কথা মানায় না। সপরিবারে নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানকে হত্যার পরে ঘাতকদের বাচাঁতে কুখ্যাত ইনডেমিনিটি  আইন ও ঘাতকদের পুরুস্কৃত করা, নির্বিচারে  হাজার হাজার মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা-সৈনিকদের ফাসি  দেওয়া, যুদ্ধাপরাধী ও ১৫ আগষ্টের ঘাতকদের পবিত্র জাতীয় সংসদের সদস্য ও মন্ত্রী সভায় ঠাই দেওয়ার মত ঘৃনিত কাজ করা এবং পাকিস্তানী ভাবধারায় সাম্প্রদায়িক রাষ্ট্র তৈরীর চেষ্টাকারী বিএনপি ও তাদের দোসর জামায়াত-শিবিরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ঘৃনাভরে প্রত্যাখান করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষিণাঞ্চলসহ দেশজুড়ে অভুতপূর্ব উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।

এসময় তিনি আওয়ামীলীগ নেতা-কর্মীদের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির সকল চক্রান্ত-ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্তক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। ২৯ অক্টোবর বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে বানারীপাড়া আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মর্যাদার পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটি আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি) এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাড.তালুকদার মো.ইউনুস, বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুহাম্মাদ আনিসুর রহমান, সংরক্ষতি আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহসহ প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন, শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, বানারীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, বাইশারী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুনসহ প্রমুখ।

দুপুর ২টায় প্রথম অধিবেশন শেষ করে বিকেল ৪টায় দলীয় কাউন্সিলরদের  নিয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত  ও বিভিন্ন সময় দলের বহিস্কৃত নেতাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। পরে সভাপতি পদে ২জন ও সাধারন সম্পাদক পদে ৬জন তাদের প্রার্থীতা ঘোষনা করেন। পদ প্রত্যাশী ও সম্মেলনের কাউন্সিলররা সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি) কে সভাপতি ও সাধারন সম্পাদকসহ বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। তার পরেও আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি) সাত সদস্যের একটি বোর্ড গঠন করে বৈঠকের মাধ্যমে সন্ধ্যার পরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুককে সভাপতি ও এ্যাড.মাওলাদ হোসেন সানাকে পুনরায় সাধারন সম্পাদক করে বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।