• মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের ইভটিজিং করায় বখাটেকে কারাদন্ড

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রীদের স্কুলে যাওয়া-আসার পথে যৌন নিপিড়ন করার অভিযোগে এক বখাটে ইজিবাইক চালককে বৃহস্পতিবার রাতে (১ সেপ্টম্বর) ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শুক্রবার সকালে তাকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত ও স্কুল সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন নির্জন সড়কে বসে ছাত্রীদের প্রায়ই যৌন নিপিড়ন করত ইজিবাইক চালক সোহাগ মৃধা। সে গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের সেকেন্দার মৃধার ছেলে। তাকে ছাত্রীদের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার নিষেধ করেছেন। তার পরেও সে ছাত্রীদের যৌন নিপিড়ন করছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) বিকেলে স্কুল ছুটির পরে টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা নাগার সড়ক দিয়ে বাড়ির যাওয়ার পথে তাদের যৌন নিপিড়ন করেন ইজিবাইক চালক সোহাগ মৃধা। এঘটনা এলাকাবাসী জানার পর ধাওয়া করে ইজিবাইক চালক সোহাগ মৃধাকে ধরে স্কুল কক্ষে আটক রাখেন। স্কুলকর্তৃপক্ষ এঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার রাতে ওই স্কুলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইজিবাইক চালক সোহাগ মৃধাকে ছাত্রীদের যৌন নিপিড়ন করার অভিযোগে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। সোহাগকে শুক্রবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.মান্নান, থানার এসআই আলী হোসেন, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁন, নির্বাহী অফিসের সহকারী রমনী সরকারসহ প্রমুখ।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, ওই ইজিবাইক চালক প্রায়ই ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে যৌন নিপিড়ন করে আসছিল বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার স্কুল ছুটির পরে ছাত্রীরা বাড়ি যাওয়ার পথে বসে পুনরায় যৌন নিপিড়ন করেন সোহাগ। পরে এলাবাসী সোহাগকে ধরে স্কুল কক্ষে আটক করে পুলিশকে সংবাদ দেন। স্কুলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহাগকে ৬মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।