• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন : প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে শিক্ষা ব্যবস্থায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয়: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকে অবমাননা, শিক্ষক নেতাকে এক বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

বরিশাল প্রতিনিধি: বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁকে অবমাননার মামলায় এক প্রধান শিক্ষক ও শিক্ষক নেতাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার,৮ আগস্ট  বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামিম আহমেদ এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান। তি‌নি বলেন, আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয় এবং আপিল শর্তে ১৫ দিনের অন্তবর্তীকালিন জামিন দেওয়া প্রদান করে আদালত।

দন্ডপ্রাপ্ত আসামী শফিকুল ইসলাম বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটির সভাপতি।

মামলার বিবাদী কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল বারেক ২০১৯ সালে কাউনিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ মার্চ প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনের জন্য অনুরোধ জানায় বাদী। কিন্তু প্রধান শিক্ষক স্কুলে জন্মদিন পালনে প্রথমে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে প্রধান শিক্ষক বাদী ও স্কুলের অন্যান্য শিক্ষক এবং ছাত্রদের চাপে জাতির জনকের জন্মদিন পালন করতে রাজি হয়।

এরপর ১৭ মার্চ সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্কুলের এক‌টি কক্ষে স্কুলের সহকারী শিক্ষকদের সাথে প্রধান শিক্ষক শ্রদ্ধা জানান। এসময় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তাচ্ছিল্যতার সাথে বাম হাত দিয়ে একটি ফুল বঙ্গবন্ধুর ছবির মুখের সামনে ধরেন।  

এসময় উপস্থিত লোকজন এর প্রতিবাদ জানায়। এরপর প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে স্কুলের ছাত্র ও অভিভাবকদের স্কুল থেকে বের করে দেয়। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ইচ্ছাকৃতভাবেই বঙ্গবন্ধুর জন্মদিনে সুনাম ও খ্যাতি নষ্ট করার অসৎ উদ্দেশ্যে বঙ্গবন্ধুর ছবিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাম হাত ব্যবহার করেছেন। এ‌তে ওই এলাকার জনগন সহ গোটা জাতির মান সম্মান হানি হয়েছে।

বাদী বিবাদির বিষয়ে জানতে পারে বিবাদী অর্থাৎ শফিকুল ইসলাম মনে প্রানে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতের একজন সদস্য৷ বিবাদী বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে বিশ্বাস করে না।
বঙ্গবন্ধুকে অবমাননা করার ঘটনায় প্রধান শিক্ষককে জনসাধারনের সামনে ক্ষমা চাইতে বলা হলে তিনি রাজি হননি এমনকি তার মাঝে কোন অনুশোচনা দেখা যায়নি।

এই ঘটনায় ২০১৯ সালের ৩ ডিসেম্বর মামলা দায়ের করেন ঐ স্কুলের অভিভাবক সদস্য আব্দুল বারেক।সাত জ‌নের সাক্ষ‌্য গ্রহণ শে‌ষে আদালত এই রায় ঘোষনা ক‌রেন।