• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

শ্রমিকলীগ সাধারণ সম্পাদকসহ দুইজনের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ মে ২০২২  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দড়িয়াসহ দুইজনের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত জৈনদ্দিন দাড়িয়ার ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.ছরোয়ার দাড়িয়ার সাথে বখাটেদের সামাজিক বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ঈদের আগের দিন সোমবার(২রা মে) রাত ১১টায় উপজেলা শ্রমিকলীগের সাধারণ ছরোয়ার দাড়িয়া স্থানীয় সোহান মুন্সিকে নিয়ে রথখোলা বাজার থেকে নিজ বাড়িতে যাবার পথে একদল বখাটেরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়।

হামলায় ছরোয়ার দাড়িয়া ও সোহান পালিয়ে যান। পুনরায় ওই দিন রাত সাড়ে ১১টায় দিকে ওই সংঘবদ্ধ বখাটেরা ছরোয়ার দাড়িয়ার বাড়িতে গিয়ে ছরোয়ার দাড়িয়ার উপর হামলা চালায়। ছরোয়ারের ডাক চিৎকারে তার স্ত্রী আঙ্গুরী বেগম, মেয়ে সুমি আক্তার এগিয়ে আসলে বখাটেরা তাদের মারধর করেন।

এসময় বখাটেরা তার মেয়ের ব্যবহৃত চেইন ছিনিয়ে নিয়ে তাদের শ্লীলতাহানী ঘটায়। বখাটেদের বাধা দিতে গেলে স্থানীয় সোহান মুন্সিকে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা করে গুরুতর আহত বখাটেরা।  বাড়ির ও স্থানীয় লোকজন এগিয়ে এসে বখাটেদের হাত থেকে তাকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত সোহান মুন্সিকে উপজেলা হাসপাতালের চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। হামলায় ছরোয়ার দাড়িয়ার কাধ ও কনুইর হার ভেঙ্গে যায়। এ ঘটনায় ছরোয়ার দাড়িয়া বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫জনকে আসামী করে শুক্রবার সকালে মামলা দায়ের করেন, নং-২।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেলায়েত হোসেন শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী দক্ষিণ শিহিপাশা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে রাজীব হাওলাদার (২৬), উত্তর শিহিপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস মোল্লার ছেলে নাঈম মোল্লা (২২), ডুমুরিয়া গ্রামের পলাশ জয়ধরের ছেলে প্রশান্ত জয়ধর (২০) ও ফুল্লশ্রী গ্রামের লোকমান সরদারের ছেলে নয়ন সরদারকে (২০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আজ শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ওসি(তদন্ত) মো. মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদকসহ দুই জনের উপর বখাটেরা হামলা করে গুরুতর আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।