• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

গৌরনদীতে ৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
চলতি ইরি-বোরো মৌসুমে বরিশালের গৌরনদীতে কৃষকদের সেচ কাজ সুবির্ধাথে গুরুত্বপূর্ন খাল খননের জন্য বৃহত্তর একটি প্রকল্প গ্রহণ করেন কৃষি মন্ত্রণালয়। সেমতে অতিসম্প্রতি “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন (১ম পর্যায়)” প্রকল্পের আওতায় খাল খনন কাজ শুরু করা হয়। এই প্রকল্পের স্থান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা পরিদর্শন করেছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ওই প্রকল্পের মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলা খাঞ্জাপুর ইউনিয়নের নবগ্রাম কাজীবাকাই ও গোপালপুর হয়ে ডাসার পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার খাল খননের কাজ শুরু করা হয়। ৬ কোটি ৩৩ লাখ ৭২হাজার ৯০টাকা ব্যয়ে খাল পুনঃখননের জন্য টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঢাকার ঠিকাদার মোঃ মহসিন আলমের অধীনে খালের বিভিন্ন অংশে খনন কাজ চলমান রয়েছে।

খাঞ্জাপুর গ্রামের কৃষক মো. আমিন উদ্দিন সরদার বলেন, জনগুরুত্বপূর্ণ এ খালের পানির ওপর প্রায় দেড় শতাধিক ইরি-বোরো ব্লকের ৫হাজার একর জমি নির্ভরশীল। তিনি আরও বলেন, খাল কাটার পর থেকে কোনদিনই পুনঃখনন করা হয়নি। ফলে একসময়ের খরস্রোতা খালটি পলিজমে মরে গেছে। পানির অভাবে অনেক বোরো ব্লকগুলো বন্ধ হয়ে গেছে। এ কারণে বোরো চাষের ওপর নির্ভরশীল এসব ব্লকের আওতাধীন কয়েক হাজার চাষী পরিবার চরম খাদ্য সংকটে পরেন। দীর্ঘদিন পরে হলেও বর্তমান সরকারের মহতি উদ্যোগে খালটি পুনঃখননের কাজ শুরু করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে যতটুকু খাল পুনঃখনন করা হয়েছে তাতেই এখন এলাকাবাসী মরা খালে যৌবণ ফিরে আসার স্বপ্ন দেখছেন। খাল খননের ফলে ১২টি ইউনিয়নের ৫০টি গ্রামের ৮০ হাজার কৃষক উপকৃত হবেন। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা সাংবাদিকদের বলেন, সরকার থেকে দেশে উৎপাদন বাড়াতে সেচ কাজের জন্য খালগুলো খনন কাজ শুরু করা হয়েছে। তার অংশ হিসেবে খাল খননের কাজ গৌরনদীতেও রয়েছে। কাজের মান খুবই ভাল হচ্ছে। কাজ দেখার জন্য প্রতিদিনই অফিস থেকে আমাদের লোকজন তদারকি করছেন।