• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

যুবলীগের কমিটির মাধ্যমে বিত্রনপি জামাতের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২  

বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের কামিনি পাম্পে বরিশাল জেলা ও মহানগর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বরিশাল সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, যুবলীগের কমিটির মাধ্যমে বিত্রনপি জামাতের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে বরিশালকে আওয়ামীলীগের ঘাটি হিসেবে গড়ে তুলতে হবে। বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলাগুলোতে মডেল যুবলীগ কমিটি গঠন করতে হবে। দরজা বন্ধ করে কমিটি করার কোন সুযোগ নেই। দলীয় নেতা-কর্মীরা আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের গতি বেড়ে যায়।

শনিবার সকাল ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বরিশাল জেলা যুবলীগের সভাপতি মো.জাকির হোসেনের সভাপতিত্বে বরিশাল জেলা ও মহানগর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক মতিউর রহমান বাদশা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজাহারুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান। এছাড়াও সভায় বিশেষ বক্তা ছিলেন, বরিশাল জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফজলুল করিম শাহীন, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট এএম মেজবাহ উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো.নিজামুল ইসলাম। বর্ধিত সভায় আরোও উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মিলনসহ ১০টি উপজেলার যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মহানগরের ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা।