• বুধবার ০৭ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৪ ১৪৩০

  • || ১৭ জ্বিলকদ ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাধীনতার ইতিহাসে ৬ দফা অন্যতম মাইলফলক: রাষ্ট্রপতি ৬ দফার প্রতি জনসমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ঐতিহাসিক ছয় দফা দিবস আজ সাধ্যমতো চেষ্টা করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ: শেখ হাসিনা সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শেখ হাসিনা একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী সত্যের জয় হবেই: প্রধানমন্ত্রী

বানারীপাড়ায় নবনির্মিত ডিগ্রী কলেজের ৪তলা ভবন উদ্বোধন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১  

বরিশালের বানারীপাড়ায় ৪কোটি টাকা ব্যয়ে নির্মিত বানারীপাড়া ডিগ্রী কলেজের নতুন ভবন উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো.শাহে আলম। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের ৪তলা বিশিষ্ট নবনির্মিত ডিগ্রী কলেজের ভবন উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো.শাহে আলম।

জানা গেছে, বানারীপাড়া ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের জন্য যে শ্রেনী কক্ষ ছিল তাতে শিক্ষাথীদের ক্লাস নিতে সমস্যা হত। কলেজ কর্তৃপক্ষ এই সমস্যা স্থানীয় সংসদ সদস্যকে জানান। সংসদ সদস্য মো.শাহে আলম’র চেষ্টায় ওই ডিগ্রী কলেজের জন্য চারতলা বিশিষ্ট একটি ভবনের জন্য ২০২০ সালের মার্চ মাসে ৩ কোটি ৯৫লক্ষ ২৬ হাজার ৯ শত ২১ টাকা ব্যয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে টেন্ডার আহবান করলে একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। তারা ২০২০ সালের মে মাসে কাজ শুরু করে ২০২১ সালে নভেম্বর মাসের শেষের দিকে কাজ শেষ করেন।

নতুন ওই চারতলা ভবন শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য মো.শাহে আলম উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বানারীপাড়া ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ক্যাপ্টেন মো.আব্দুল জব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, কলেজের অধ্যক্ষ মনোয়ারা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌরমেয়ন এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বরিশাল শিক্ষা প্রকৌশলী মো.আমিনসহ প্রমুখ।

এসময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো.শাহে আলম সাংবাদিকদের বলেন, বানারীপাড়া ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের জন্য একটি ভবনের প্রয়োজন ছিল। তাদের ভবনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন আর শিক্ষার্থী বা শিক্ষকদের ভবনের কোন সমস্যা হবে না। আমার সংসদীয় আসনের কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন প্রয়োজন হলে আমাকে জানালে আমি ব্যবস্থা করে দেব।