• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে উৎসবমুখর পরিবেশে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১  

বরিশালের বানারীপাড়ায় উপজেলায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট শুরু হলে ভোটাররা ভোট কেন্দ্র গিয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছে। বিশেষ করে পুরুষের চেয়ে নারী ভোটারদের সংখ্যা সকালে সবচেয়ে বেশী দেখা গেছে। প্রতিটি ভোট কেন্দ্রেই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে ভোটাররা।

উপজেলা পশ্চিম সৈয়দকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সকাল ৯টার সময় পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষ ভোটারের পাশাপাশি মহিলা ভোটারেও লাইন দেখা গেছে। উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ০৯টি ভোট কেন্দ্র ২০হাজার ২শত ৯৩ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১০জার ৪শত ২৭জন পুরুষ ও ৯হাজার ৮শত ৬৬জন মহিলা ভোটার রয়েছে।

এই ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রাথী আনোয়ার হোসেন মৃধা (নৌকা মার্কা), স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মুক্তিযোদ্ধা আ.রাজ্জাক মাষ্টার( আনারস), স্বতন্ত্র প্রার্থী আ.রহিম খান(মটরসাইকেল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো.কবির হোসেন (হাতপাকা) মার্কা প্রতিদ্বন্দিতা করছেন। তবে আওয়ামীলীগের প্রার্থী ভাল অবস্থানে রয়েছে। এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারন সদস্য পদের জন্য ৩৫জন ও মহিলা সংরক্ষিত ৩পদের জন্য ১৩জন প্রতিদ্বন্দিতা করছেন। ভোট কক্ষের সংখ্যা ৬৯টি। ০৯টি ভোট কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ১০জন করে পুলিশ সদস্য ও ১৭জন করে আনসার সদস্য নিয়োজিত রয়েছে।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত হেলাল উদ্দিন বলেন, উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে শান্তিপূর্ন পরিবেশে। কোথায়ও আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হলে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ইউনিয়নে ৩জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক টহলে থাকবে। এছাড়াও র‌্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন সাদা পোশাকে প্রতিটি কেন্দ্রে থাকবেন। প্রতি ভোট কেন্দ্রই ভোটারদের উপস্থিত ছিল সন্তোষ জনক