• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

বানারীপাড়ায় পর্নোগ্রাফি আইনের মামলার আসামী গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২ জুন ২০২১  

বানারীপাড়া প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় পর্নোগ্রাফি আইনের মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে আজ বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাখার ইউনিয়নের খালেক হাওলাদারের মেয়ে রেহানা পারভিনের সাথে একই এলাকার খালেক শিকদারের ছেলে সুজন সিকদারের পূর্ব থেকেই পরিচয় ছিল। রেহানা পারভিন ঢাকায় গার্মেন্টসে চাকুরী করার সময় থেকে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা হত। একারনে রেহানা পারভিনকে ভালো ছেলের সাথে বিয়ে দেয়ার ব্যাপারে সুজন আস্বস্ত করেন সুজন। এবং পছন্দ মত পাত্রের সাথে রেহানাকে মোবাইল ফোনে যোগাযোগ করে দেন সুজন।

এ ব্যাপারে রেহানা পারভিন বলেন, সুজনের পছন্দ করা ছেলের নাম তারেক। তার সাথে মোবাইল ফোনে আমার নিয়মিত যোগাযোগ ছিল এবং আমের সম্পর্কের কথা পরিবারের সবাই জানতো। একবছর পূর্বে তারেক আমাকে বলে এন্ড্রয়েট মোবাইল কিনতে হবে। তারেকের সাথে আমার তিন বছরের সম্পর্কের মধ্যে কখনো সামনাসামনি দেখা হয়নি। নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ হত এবং ইমুতে কথা হতো, সেখান থেকেই আস্তে আস্তে সম্পর্ক বিশ্বস্ততার সৃষ্টি হয়। পরে আমাকে ছবি পাঠালেত বলে, আমি প্রথমে ছবি দিতে অস্বীকার করলেও পরে বিভিন্ন অজুহাতে আমার ছবিগুলো তারেকের ইমুতে দিয়ে দেই। পরে কয়েক মাস পেরিয়ে গেলেও সে আমার সাথে দেখা না করায় আমার সন্দেহ হয়। আমি খোঁজ নিয়ে জানতে পারি সুজন সিকদার তারেক সেজে আমার সাথে কথা বলতো। এবং আমার কাছ থেকে সে বিভিন্ন সময় লক্ষাধিক টাকা আত্মসাৎ করে বলে জানান।

পরে রেহানা পারভিন বাদী হয়ে মঙ্গলবার সকালে বানারীপাড়ায় থানায় পর্নোগ্রাফি আইনে ২০১২ এর ৮/১-২-৩ ধারায় মামলা দায়ের করেন, যার নং-০১। ওই মামলার আসামী সুজন সিকদারকে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে এসআই অপূর্ব গ্রেফতার করেন। আজ বুধবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে বানারীপাড়া মডেল থানার এসআই অপূর্ব কুমার বলেন, সুজন সিকদার তারেক সেজে রেহানার সাথে প্রতারনা করেন। এবং তার বিভিন্ন ধরনের ছবি ও লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়ায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।