• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাকেরগঞ্জে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল দুপুরের খাবার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

কলসকাঠী বিএম একাডেমী প্রাঙ্গনে মাটির থালা নিয়ে অপেক্ষারত ৪ শতাধিক শিক্ষার্থী। কিছু সময়ের মধ্যে তাদের মাঝে ৪/৫টি বড় ড্যাগে করে আসে খিচুড়ী। তিন ধরনের ডাল, পাচ রকমের সব্জি আর কলে ছাটা চালের তৈরী খিছুরী দেখে লোভ সামলাতে পারছিলেন না শিক্ষার্থীরা। কোন অনুষ্ঠান কিংবা বিশেষ কোন আয়োজনের জন্য এই খাবার তৈরী করা হয়নি। বিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মিড ডে মিলের(দুপুরের খাবার) খাবার ছিলো ওই খিছুরি।  সোমবার বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দিয়ে এই মিড ডে মিলের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। সপ্তাহে পাঁচদিন এই মিড ডে মিল চলবে বলে জানিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার পাল। এসময় বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, উপজেলা শিক্ষা অফিসার আকমল হোসেন, কলসকাঠী ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আ. সালাম প্রমুখ। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, এ অঞ্চলের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র। অর্থ ব্যায় করে তাদের পক্ষে বিদ্যালয়ে বসে খাবার খাওয়া সম্ভব না। বিদ্যালয় কতৃপক্ষ শিক্ষার্থীদের জন্য নিজ অর্থে যে খাবারের ব্যাবস্থা করেছেন তা সত্যি মহতি উদ্যোগ। তবে এই উদ্যোগ চলমান রাখতে হবে শিক্ষার্থীদের স্বার্থে। বিদ্যালয় প্রধান শিক্ষক দীপক কুমার পাল বলেন, নিজেদের বাড়ির বাগানের শাক-সবজী এনেছিল শিক্ষার্থীরা। কেউ এনেছিল লাউ ডগা, পুঁইশাক। কেউ এনেছিল ঢেঁড়স। সেই সব শাক-সবজী দিয়ে হল খিচুড়ি। সোমবার মিড ডে মিলে তা দেওয়া হল শিক্ষার্থীদের। মিড ডে মিলে ‘ভেজ প্রোটিন’ বা উদ্ভিজ্জ প্রোটিন দিতে হবে রোজ। সঙ্গে ভাত- ডাল- তরকারি। মেনুতে আনাজের পরিমাণ বাড়াতে হবে। স্কুলে এই চেষ্টাও হয় পরে স্কুল ঠিক করে, শিক্ষার্থীদের কাছে শাক-সবজীর গুরুত্ব বোঝানো হবে। স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার পালের কথায়, ‘সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।’ স্কুলের সহ-শিক্ষক সৈয়দ লোকমান হোসেনের কথায়, ‘শিক্ষার্থীদের জানানো হয়েছিল, যে যতটুকু পারবে বাড়ির বাগানের শাক-সবজী আনবে। সেই মতো শিক্ষার্থীরা সবজী আনে। এর ফলে তাদের মধ্যে সচেতনতাও গড়ে উঠবে।’ ওইদিন স্কুলে মিড ডে মিলের মেনু ছিল শুরুতে পাতিলেবু, শাকভাজা। পরে ভাত, ডাল, নবরত্ন, আর শেষ পাতে চাটনি।