• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
‘আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে’ শহর ও গ্রামের বৈষম্য দূর করবে সরকার: প্রধানমন্ত্রী বিশ্বকে সুন্দর করার পূর্বশর্ত শিশুদের সুন্দর করে গড়ে তোলা ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ শিশুর সুশিক্ষা-সুস্থ বিনোদন নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছি সরকার প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ ‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

স্ক্রিনটাইম কমাবেন যেভাবে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

আমাদের দৈনন্দিন জীবনে কাজের অপরিহার্য অংশ ফোন কিংবা ডেস্কটপ। আর দিনের একটা বড় সময় এসব স্ক্রিনের দিকে তাকিয়েই পার হয়ে যায়। এতে আমাদের মস্তিষ্ক বিরূপ প্রভাব পড়ে। এর সঙ্গে সঙ্গে চোখেরও নানা সমস্যা দেখা দেয়। ডিজিটাল যুগে আপনি কাজের জন্য যেমন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, একই ভাবে আপনাকে মাথায় রাখতে হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা। তাই চলুন জেনে নিই কীভাবে স্ক্রিনটাইম কমাবেন তার উপায়-

আপনার স্ক্রিনটাইম ট্র্যাক করুন
করোনাকালে অনেকেই বাড়ি থেকে কাজ করেছেন। সে সময় বাড়ি থেকে বাইরে বের না হওয়ায় ভ্রমণ কম করেছেন, বেশি খাবার খাননি এবং নিজেকে ব্যস্ত রাখতে প্রায়শই মোবাইল কিংবা ডেস্কটপের স্ক্রিনে ঘুরেছেন। তবে বর্তমন পরিস্থিতি যেহেতু ভালো আছে, তাই  এখনই সময় আপনি নিজের স্ক্রিনটাইম ট্র্যাক করুন এবং যতটা সম্ভব সময় কমিয়ে আনুন।
 
ফোনের ক্ষেত্রে এখন স্ক্রিন টাইম অপশন রয়েছে যা আপনাকে আপনার দৈনিক এবং সাপ্তাহিক স্ক্রিন ব্যবহারের সময় আপনাকে জানাবে। যেমন- সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহারের সময়সীমা আপনি নিজে সেট করতে পারবেন। আর এ সময় শেষ হলেই আপনাকে নোটিফিকেশন পাঠানো হবে আপনার সময় শেষ হয়েছে।

অযথা ভিডিও থেকে দূরে থাকুন
দীর্ঘ সময় ক্যামেরার দিকে তাকিয়ে সময় কাটানো আমাদের জন্য অস্বস্তিকর হতে পারে। এক সময়ে আমরা ক্লান্ত অনুভব করি। আপনি যদি ভিডিও কল বা ভার্চুয়াল মিটিংয়ে অনেক সময় ব্যয় করেন তবে আপনি মিটিং বা জুম ক্লান্তি বিকাশ করতে পারেন। এ কারণে ভিডিও কলে আপনি যে পরিমাণ সময় ব্যয় করেন তা প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করুন বা ভিডিও কলের মধ্যে সময় নির্ধারণ করুন।
 
স্ক্রিনটাইম কমাতে প্রযুক্তির ব্যবহার
আপনি আপনার স্ক্রিনটাইম কমাতে প্রযুক্তির ব্যবহার করুন। প্রয়োজনে অ্যালার্ম সেট করতে পারেন। আপনার ফোন বা ক্যালেন্ডার সিস্টেম ব্যবহার করুন যা আপনাকে বিরতি নিতে স্মরণ করিয়ে দেয়। এ ছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞপ্তিগুলো বন্ধ করুন৷ এতে আপনার স্ক্রিনটাইম কিছুটা কমানো সম্ভব।
 
নিয়মিত বিরতি নিন
আপনি যদি স্ক্রিনের সামনে কাজ করেন তবে নিশ্চিত করুন যে আপনি বিরতি নিয়েছেন এবং কমপক্ষে প্রতি ৩০ মিনিটে একটি বিরতি নেয়ার চেষ্টা করুন। এ সময় আপনি দাঁড়ান, চারপাশে একটু হাটুন। এতে আপনার কিছু বিরতি নেয়া হয়ে যাবে।
 
কম বসে দাঁড়ানোর চেষ্টা করুন
আপনি যদি সারাদিন বসে কাজ করেন তাহলে আপনার জন্য এটি ক্ষতি ডেকে আনছে। চেষ্টা করুন কম বসে কাজ করতে। আর আপনার ডেস্ক স্ট্যান্ডিং হলে তা সামঞ্জস্যযোগ্য ডেস্ক, যা আপনাকে কাজ করার সময় দাঁড়াতে দেয়। বর্তমানে এসব ডেস্ক জনপ্রিয় হয়ে উঠছে। কেননা দাঁড়ানো আপনার ওজন বৃদ্ধি এবং স্থূলতার ঝুঁকি কমায়। মনে রাখবেন, আপনি যত কম ঘণ্টা বসে কাটাবেন, তত ভালো থাকবেন।
 
স্ক্রিনের পর্দার সামনে খাবেন না
চেষ্টা করুন টিভি দেখতে দেখতে কিংবা গেম খেলতে খেলতে কাবার না খাওয়ার। স্ক্রিনটাইম কমাতে খাবারের সময় নির্ধারণ করুন। আর সে সময় অন্য কিছু না করার চেষ্টা করুন।
 
শোবার ঘরের বাইরে পর্দা রাখুন
ঘুমানোর ঠিক আগে এক ঘণ্টার মধ্যে যেকোনো ধরনের ব্যাকলিট স্ক্রিন ব্যবহার করা এড়িয়ে চলুন। কারণ এগুলো আলো নির্গত করে যা আপনার ঘুমের গুণমানকে ব্যাহত করতে পারে। যদি সম্ভব হয় টিভি, ডেস্কটপ বেডরুমের বাইরে রাখুন।

অফলাইন কাজগুলো অনুসরণ করুন
আমরা জানি আমাদের স্ক্রিন থেকে বিরতি নেয়া কঠিন, তবে অফলাইনে কিছু করলে সেই সময়টা আমাদের চোখ বিশ্রাম পাবে।

 

ফোনে না পড়ে বই পড়ুন
আপনার ফোনে পড়া আপনার চোখকে চাপ দিতে পারে। তাই চেষ্টা করুন ফোনে না পড়ে বই পড়েতে। স্ক্রিন ব্যবহার করার সময়, লোকেরা কম ব্লিঙ্ক করে, এবং দুর্বল কোণে স্ক্রীন দেখতে থাকে। স্ক্রিনগুলি নীল আলোও নির্গত করে, যা আপনার চোখকে চাপ দিতে পারে এবং ঘুমকে প্রভাবিত করতে পারে। আপনার চোখ একটি বিরতি দিন, মুদ্রিত বই বেছে নিন কারণ এগুলো কম্পিউটার ভিশন সিন্ড্রোম (কম্পিউটার ব্যবহারের কারণে চোখের সমস্যা) সৃষ্টি করে না।
 
কম ছবি তুলুন
আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে পছন্দ করি। আর এই ছবি পোস্ট করার জন্য অনেক বেমি ছবি তুলে থাকি। এতে অনেক বেশি সময় ব্যয় হয় আমাদের স্ক্রিনে। আবার সেই ছবি যখন আপলোড দিতে যাই , তখন আবার বাছাই করতে অনেক বেশি সময় ব্যয় হচ্ছে। এতে করে ফোনে প্রচুর স্ক্রিনটাইম ব্যয় হয়। তাই ছবি কম তুলে আমরা স্ক্রিনটাইম কমাতে পারি।