• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ছেলেমেয়েরা যেন সমানতালে এগিয়ে যায়–সেই পদক্ষেপ নিয়েছি বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছি: প্রধানমন্ত্রী পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী

সকালে দুটি ফল খাবেন না

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩  

সকালে ঘুম থেকে উঠে প্রায় সবারই খিদে লেগে যায়। অনেকের ক্ষেত্রে ক্ষুধার তীব্রতা এতটাই বেশি থাকে যে, সামনে যা পান তাই খেয়ে ফেলেন। তবে এমনটি শরীরের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। সকালে উঠে খালি পেটে যা ইচ্ছা তাই খাওয়া মোটেও ঠিক নয়। রাতে ঘুমিয়ে থাকার কারণে দীর্ঘ সময় আমরা কিছু খাই না। ফলে সকালে পেট একেবারেই খালি থাকে। আর এই খালি পেটে কিছু কিছু খাবার সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে এই দুটি ফল সকালে খালি পেটে খাওয়া উচিৎ নয়।

কলা:
স্বাস্থ্যগুণে ভরপুর কলা হৃদযন্ত্র ভাল রাখার পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক। কলায় থাকা আয়রন রক্তাল্পতার মতো সমস্যা দূর করতে সহায়তা করে। ট্রিপটোফ্যান, ভিটামিন বি৬, ভিটামিন বি-র মতো বহু স্বাস্থ্যউপকারী গুণ সমৃদ্ধ এই ফল শরীরের জন্য খুবই ভালো।
 
কলায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবারের পরিমাণ অত্যন্ত বেশি। এগুলি শরীরের জন্য উপকারী হলেও খালি পেটে এই ফল খেলে উপকারের চেয়ে ক্ষতির শঙ্কাই কিন্তু বেশি। কলায় যেহেতু চিনির পরিমাণ অনেক বেশি তাই সারারাত ঘুমানোর পর সকালে খালি পেটে এটি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

কলা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় উপকারী। কিন্তু খালি পেটে কলা খেলে এই সমস্যা উল্টে বেড়ে যেতে পারে। এছাড়া খালি পেটে কলা খেলে রক্তে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ভারসাম্য নষ্ট হয়। এর প্রভাব পড়তে পারে হৃদযন্ত্রের উপর।
 
কমলা:

পুষ্টিগুণ এবং স্বাদের কারণে কমলা অত্যন্ত জনপ্রিয়। কমলাতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন-এ, ফ্ল্যাভনয়েড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবার। এছাড়াও ঠাণ্ডা লাগায়ও দারুণ উপকারী কমলা।

কমলা ডাইবেটিস এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে, বদহজম দূর করে এবং দৃষ্টিশক্তি বাড়ায়। তবে বহু উপকারী এই ফলটি খালি পেটে খাওয়ার ব্যাপারে সতর্ক করেন পুষ্টিবিদরা। তদের মতে, খালি পেটে টকজাতীয় ফল পরিহার করাই ভালো। কমলা যেহেতু ‘সাইট্রাস’ বা টকজাতীয় ফল তাই সকালে ঘুম থেকে উঠেই এটি খাওয়া উচিৎ নয়।

কারণ, কমলায় প্রচুর অ্যাসিড থাকে। এর ফলে গ্যাস্ট্রিকের সৃষ্টি হতে পারে। এছাড়া খালি পেটে কমলা খেলে আপনার শ্লৈষ্মিক ঝিল্লি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পেট ও বুক জ্বালাপোড়ার আশঙ্কা থেকে যায়।