• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি

সরকারি ব্যাংকে ৪৫৫২ পদে নিয়োগ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১  

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব ব্যাংকে মোট তিনটি পদে ৪ হাজার ৫৫২ জন নিয়োগ দেওয়া হবে।
পদগুলো হলো- অফিসার (ক্যাশ), অফিসার (জেনারেল) ও সিনিয়র অফিসার (জেনারেল)।  

বুধবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার (ক্যাশ) পদে ১ হাজার ৭২০ জন, অফিসার (জেনারেল) পদে ১ হাজার ৭৬৩ জন এবং সিনিয়র অফিসার (জেনারেল) পদে নেওয়া হবে ১ হাজার ৬৯ জন। একেকটি পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। আবেদন https://erecruitment.bb.org.bd এই ওয়েবসাইট থেকে করা যাবে।

পদের নাম: অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: ৭টি ব্যাংকে এ পদে মোট ১ হাজার ৭২০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে জনতা ব্যাংকে ১০৩৮ জন, অগ্রণী ব্যাংকে ৩০০ জন, সোনালী ব্যাংকে ১৯৯ জন, রূপালী ব্যাংকে ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৩৪ জন ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ৪২ জন।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চারবছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে একটিতে প্রথম শ্রেণি/সমমান থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২২

পদের নাম: অফিসার (জেনারেল)

পদসংখ্যা: ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে এ পদে মোট ১ হাজার ৭৬৩ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে জনতা ব্যাংকে ১১৬২ জন, সোনালী ব্যাংকে ২২৭ জন, রূপালী ব্যাংকে ৮৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৭ জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৬৩ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৭৭ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৩ জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২ জন ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ১৫ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে একটিতে প্রথম শ্রেণি/সমমান থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২২

পদের নাম: সিনিয়র অফিসার (জেনারেল)

পদসংখ্যা: ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে এ পদে মোট ১ হাজার ৬৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে জনতা ব্যাংকে ১৯৭ জন, সোনালী ব্যাংকে ১৪৩ জন, রূপালী ব্যাংকে ৬৮ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৫৩৯ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২২ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ৬২ জন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২৭ জন ও কর্মসংস্থান ব্যাংকে ৭ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণি/সমমান থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা