• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের টিকা আংশিক কার্যকর: ডব্লিউএইচও

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১  

ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের টিকা আংশিক কার্যকর বলে জানিয়েছে,বিশ্বস্বাস্থ্য সংস্থা 'ডব্লিউএইচও'। এদিকে করোনা ভাইরাসের অন্য ধরনগুলোর চেয়ে ওমিক্রন এর প্রভাব অতিমাত্রায় এমন কোনও ইঙ্গিতও এখন পর্যন্ত পাওয়া যায়নি। যে কারণে করোনাভাইরাসের বিদ্যমান টিকাগুলোই ওমিক্রনকে মোকাবেলা করতে পারবে বলে আশা করছে সংস্থাটি।

'ডব্লিউএইচও' কর্মকর্তা ড. মাইক রায়ান বলেছেন,দক্ষিণ আফ্রিকায় প্রথম ল্যাব টেস্টে দেখা গেছে ফাইজারের টিকায় ওমিক্রন ধরনটি আংশিকভাবে প্রতিহত করা সম্ভব। 

গবেষকরা বলছেন, প্রচলিত টিকাগুলোর এন্টিবডি কতটা ভালোভাবে ওমিক্রন ধরনকে নিস্ক্রিয় করবে এটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।   

তবে ডব্লিউএইচও’র জরুরি পরিচালক ড. মাইক রায়ান বলছেন, "আমাদের কাছে এমন ভ্যাকসিন রয়েছে যা এখন পর্যন্ত সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে, বিশেষ করে মারাত্মক অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির হিসেবে। ওমিক্রনের ক্ষেত্রে এই ভ্যাকসিন কাজে দেবেনা এমন ভাবার কারণ নেই।"

ডব্লিউএইচও’র এই কর্মকর্তা বলেন, "প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে ডেল্টা বা অন্য ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন মানুষকে বেশি অসুস্থ করছে না।"

দক্ষিণ আফ্রিকার নতুন গবেষণাটিতে দেখা গেছে, করোনার মূল ভ্যারিয়েন্ট থেকে ওমিক্রনের বিরুদ্ধে ফাইজার/বায়োএনটেকের টিকা ৪০ শতাংশ কম কার্যকর হতে পারে। তবে গবেষক দলের নেতৃত্ব দেওয়া প্রফেসর অ্যালেক্স সাইগাল বলেন, এই ভ্যাকসিনের এন্টিবডির সঙ্গে লড়তে ওমিক্রনের সক্ষমতাও ‘অসম্পূর্ণ’।

তিনি আরও বলেন, "আগে করোনায় আক্রান্ত হলে শরীরে যে এন্টিবডি তৈরি হয় তার সঙ্গে ভ্যাকসিনের এন্টিবডি যুক্ত হলে তা ওমিক্রনকে প্রতিহত করতে বেশি কার্যকর। তাই ধরেই নেওয়া যায় টিকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ভালো কাজ করবে।"

তবে মডার্না এবং জনসন এন্ড জনসনের ভ্যাকসিনের ক্ষেত্রেও এমনটা হবে কিনা এনিয়ে উল্লেখযোগ্য তথ্য নেই বলে জানিয়েছেন তিনি। 

সূত্র: বিবিসি