• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

প্রথম স্ট্রোকের ১০ বছরের মধ্যেই মৃত্যু!

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২  

দিন দিন স্ট্রোক করা রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হলো স্ট্রোক। এমন সংকটাপন্ন অবস্থায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা বলছে, প্রথমবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার ১০ বছরের মধ্যেই মৃত্যুবরণ করেন দুই-তৃতীয়াংশ রোগী।

মস্তিষ্কে যখন রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায় অথবা কোনো কারণে রক্তক্ষরণ শুরু হয়, তখন সেই পরিস্থিতিকে চিকিৎসা শাস্ত্রে বলা হচ্ছে স্ট্রোক। সাধারণত অনিয়ন্ত্রিত লাইফস্টাইলই স্ট্রোকের দিকে মানুষকে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত।

বাংলাদেশের চিকিৎসাসেবার প্রধান ভরসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেই কোনো স্ট্রোক রোগীর জন্য বিশেষ ব্যবস্থা বা আলাদা ইউনিট। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার নতুন এই গবেষণার তথ্য অনেকটাই সাধারণ জনগণের কাছে উদ্বেগের বিষয়।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষার তথ্যানুযায়ী, প্রথমবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মৃত্যুকে জয় করতে পারলেও ১০ বছরের মধ্যেই বেশির ভাগ রোগী মারা যান।

সমীক্ষাটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রায় ৩ লাখ ১৩ হাজার রোগীর চিকিৎসার তথ্য খতিয়ে দেখার পর এমন সিদ্ধান্তে পৌঁছান গবেষকরা।

এ সমীক্ষায় বিশেষজ্ঞরা আরও লক্ষ করেন, প্রতি ৫ জন রোগীর ১ জন ৫ বছরের মধ্যেই দ্বিতীয়বার স্ট্রোকে আক্রান্ত হন। আর ১০ বছরের মধ্যে দ্বিতীয়বার স্ট্রোকে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা এ ক্ষেত্রে শতকরা ২৭ ভাগ।

স্ট্রোকে আক্রান্ত মোট রোগীর অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছেন ইসকেমিক স্ট্রোকে। মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনিতে রক্ত চলাচলের প্রতিবন্ধকতা তৈরি হলে এ ধরনের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় বলে মত গবেষকদের।

সমীক্ষাটি থেকে আরও জানতে পারা যায়, প্রথম স্ট্রোকের ১০ বছরের মধ্যে নারীদের মৃত্যুহার পুরুষের তুলনায় বেশি।

গবেষকরা এর কারণ খুঁজতে শুরু করলে তারা জানতে পারেন, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অসময়ে প্রাণ হারাচ্ছেন রোগীরা। তাই গবেষকরা মনে করছেন, প্রথমবার স্ট্রোকে আক্রান্ত হলেই জটিলতা এড়াতে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা উচিত রোগীর।

এ ছাড়া খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন না আনার কারণেও এই বিপর্যয় ঘটছে বলে দাবি গবেষকদের। তবে বিশেষজ্ঞরা আশা করছেন,  থ্রম্বোলাইসিস ও এন্ডোভাসকুলার চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অনেকটাই কমানো যায় এ ঝুঁকি।