• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

হার্ট-লিভার ভালো রাখে যে ধরনের আপেল

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১  

অতি পরিচিত একটি ফল আপেল। প্রায় বছরজুড়ে বাজারে এ ফলের দেখা মেলে। আপেলের গুণ সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু হার্ট ও লিভার ভালো রাখতে কোন ধরনের আপেল খাবেন?
আপেলের কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে লাল টুকটুকে রসাল আপেলের ছবি। কিন্তু আপনি জানেন কি লাল আপেলের মতোই সবুজ আপেলও আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?
পুষ্টিবিদরা বলেন, বিভিন্ন ধরনের ভিটামিন, ফাইবার এবং খনিজের দুর্দান্ত উৎস সবুজ আপেল। তাহলে চলুন জেনে নেওয়া যাক, সবুজ আপেলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।
 
লিভার এবং পাচনতন্ত্র
সবুজ আপেল ফাইবার সমৃদ্ধ। তাই এটি মেটাবলিজম বৃদ্ধি করতে সহায়তা করে। এতে উচ্চ ফাইবার থাকায় ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভার এবং পাচনতন্ত্রকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। খোসা সমেত আপেল খেলে তা আমাদের স্বাস্থ্যের পক্ষে আরও উপকারী।
 
রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি
সবুজ আপেল হলো খনিজসমৃদ্ধ ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, দস্তা, তামা, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম। আপেলে থাকা আয়রন আমাদের রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে।
 
স্ট্রোকের আশঙ্কা প্রতিরোধ
সবুজ আপেলে ফ্যাটের মাত্রা কম থাকে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এটি খুবই কার্যকর। তাই খাদ্য তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করুন এটি। এ ছাড়া এটি রক্তনালি থেকে ফ্যাট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রে সঠিক রক্তপ্রবাহ বজায় রাখতেও সহায়তা করে। এতে করে স্ট্রোকের আশঙ্কা কমে যায়।
 
লিভারকে রক্ষা করে

সবুজ আপেল অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা কোষকে পুনর্নির্মাণ এবং কোষের পুনরুজ্জীবনে সহায়তা করে। এটি ত্বককে স্বাস্থ্যকর রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও সহায়তা করে। এ ছাড়া অ্যান্টি-অক্সিডেন্ট লিভারকে রক্ষা করে এবং লিভারকে সঠিক কাজ করতে সাহায্য করে।
 
ত্বককে রক্ষা করে
ভিটামিন এ, বি এবং সি এর দুর্দান্ত উৎস এই সবুজ আপেল। এটি ফ্রি ব়্যাডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। এ ছাড়া এটি ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও সহায়তা করে।
 
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রোগপ্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে সবুজ আপেল। এতে উপস্থিত ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এবং অসুস্থ হওয়ার ঝুঁকি কমাতেও সহায়ক।
 
হাড়-দাঁত মজবুত করে

সবুজ আপেল ক্যালসিয়াম সমৃদ্ধ। এটি হাড় এবং দাঁতকে মজবুত করে তুলতে সহায়তা করে। নারীদের মেনোপজের সময় সবুজ আপেলের জুস খাওয়া উচিত। তাহলে অস্টিওপোরোসিস রোধ করা সম্ভব হয়।