• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না জনপ্রতিনিধিদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্রেসিডেন্টকে শেখ হাসিনার চিঠি

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন!

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

গর্তের সব ইঁদুর রাস্তায় বেরিয়ে পড়েছে! একই সময়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টিনার সমর্থকদেরও। সমাজে মুখ দেখাতে পারবে না বলে তারা ইঁদুরগুলোর গর্তে ঢুকে পড়েছে। আর এতেই ইঁদুরেরা নিজ আবাসস্থলে থেকে বের হয়েছে!
মঙ্গলবার সৌদি আরবের কাছে ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনার পরাজয়ের পর এমন কথা বলে উপহাস করছিলেন ব্রাজিলের সমর্থকরা।

তবে আর্জেন্টিনার সমর্থকরাও ছেড়ে কথা বলেননি। তারাও বলছেন ‘আমরা দুই গোল হজম করতে পারছি না। আর তোমরা কীভাবে জার্মানির দেওয়া একে একে সাত গোল হজম করে এখনো কথা বলছো! তোমাদের দেখে সত্যিই আমাদের অনেক কষ্ট হয়!’

ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রতিটি এলাকায় গল্প-আড্ডায় একে অন্যের প্রতি নানা কৌশলে আক্রমণাত্মক আচরণ করছেন দুই দলের সমর্থকরা।

তবে এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলায়। ওই উপজেলার সুখানপকুর এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা এক সঙ্গে আনন্দ মিছিল করেন।  দুই দলের সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বাড়ানোর জন্য এ আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক ফুটবলপ্রেমী অংশ নেন।

বুধবার বিকেলে আর্জেন্টিনা-ব্রাজিল যৌথ ফ্যান ক্লাবের আয়োজনে আনন্দ মিছিল করা হয়। এতে অন্য দলের সমর্থকরাও অংশ নেন। এই মিছিলের উদ্যোগ নেন মো. সাহানুর ইসলাম শাকিল। তিনি সুখানপকুর এলাকার বাসিন্দা।

শাকিল বলেন, আর্জেন্টিনা-ব্রাজিল না থাকলে ফুটবলের বিশ্বকাপ টুর্নামেন্ট হত রঙবিহীন। দুই দলের একটি না থাকলে দেশে ফুটবল টুর্নামেন্টের আকর্ষণ থাকবে। আমরা চাই ফুটবলের এই বিশ্বকাপের টিকে থাকুক দুই দলই। এতে আমরা বেশিদিন খেলা উপভোগ করতে পারবো। তা না হলে আমাদের আনন্দ-উল্লাসের সমাপ্তি ঘটবে শিগগিরই।