• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

মুক্তির একদিন পরেই ফাঁস হয়েছে বরুণ ধাওয়ানের সিনেমা ‘ভেদিয়া’

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

মুক্তির একদিন পরেই অনলাইনে ফাঁস হয়েছে বলিউড তারকা বরুণ ধাওয়ানের সিনেমা ‘ভেদিয়া’। মাত্র একদিনের মধ্যেই অনলাইনে সিনেমাটি ফাঁস হওয়ায় বরুণ বিস্মিত হয়েছেন। এখন বিভিন্ন সাইটে বিনা মূল্যে দেখা যাচ্ছে সিনেমাটি। শুধু তা-ই নয়, এইচডি কোয়ালিটির ছবিও দেখা যাচ্ছে সেখানে। ‘বলিউড হাঙ্গামা’র প্রকাশিত খবরে এমন তথ্য জানা গেছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্র জানা যাচ্ছে, একাধিক টরেন্ট সাইটে এইচডি কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে ‘ভেদিয়া’। সাইটগুলোতে শুধু দেখাই যাচ্ছে না এই সিনেমা, তার সঙ্গে ডাউনলোডও করা যাচ্ছে বলে খবরে জানা গেছে। সিনেমাটি মুক্তির মাত্র একদিনের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ফলে এর প্রভাব যে বক্স অফিস কালেকশনেও পড়বে, তা আশঙ্কা করা যাচ্ছে।

অন্যদিকে বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ভারতজুড়ে বরুণ ধাওয়ানের ‘ভেদিয়া’ ব্যবসা করেছে সাড়ে ছয় থেকে সাড়ে সাত কোটি রুপির মতো। ভারতের শহর অঞ্চলের প্রেক্ষাগৃহগুলোতে দর্শক সংখ্যা বেশি হয়।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই সিনেমা প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। যেখান থেকে শহরাঞ্চলে কত রুপি ব্যবসা করেছে এই সিনেমা, তা জানা যাচ্ছে। তরণ আদর্শের পোস্ট থেকে জানা যাচ্ছে, পিভিআর, আইনক্স, সিনেপোলিসে এই সিনেমা ব্যবসা করেছে মোট ৩.৫৮ কোটি রুপির মতো।

‘ভেদিয়া’ সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক। এই সিনেমার গল্প ভারতের অরুণাচল প্রদেশের কিংবদন্তিদের দ্বারা অনুপ্রাণিত, যেখানে সিনেমাটির শুটিংও করা হয়েছে। গত মাসে সিনেমাটির টিজারও শেয়ার করেছিলেন বরুণ।

এই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বার বড়পর্দায় জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও কৃতী শ্যানন। এর আগে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘দিলওয়ালে’ সিনেমায়। এছাড়া বরুণ ধাওয়ানের ‘কলঙ্ক’ সিনেমাতেও দেখা গিয়েছিল কৃতীকে।