• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘আরআরআর’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নওয়াজের উপহাস!

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২  

সাম্প্রতিক সময়ের বড় বাজেটের সিনেমাগুলো নিয়ে তির্যক মন্তব্য করতে দেখা গেল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। তিনি জানান, এই সিনেমাগুলো শুধু বিষ্ময়ের সৃষ্টি করে আর চমক আনে। এমনকি এগুলো শুধু ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স বলেও মত দেন তিনি। 

শুধু তাই নয়, এই বলি অভিনেতা জানতে চান, ‘আসল সিনেমা কোথায়?’ নওয়াজ এটাও জানান, এই বিগ বাজেটের সিনেমাগুলোর সাফল্য দেখলেই তার মনে সিনেমা হলে মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন জাগে। সঙ্গে ওটিটি-কে ধন্যবাদ জানান, ভালো সিনেমা দেখার সুযোগ করে দেয়ার জন্য। 

সম্প্রতি এসএস রাজামৌলির ‘আরআরআর’, প্রশান্ত নীলের ‘কেজিএফ ২’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, আর সেদিনই ১৩৪.৫০ কোটির ব্যবসা করে। সিনেমাটি গোটা বিশ্বে মাত্র একদিনে ৭০০ কোটির ব্যবসা করে ফেলে।

আর ‘আরআরআর’ মুক্তি পায় গত ২৫ মার্চ। চারদিনে সিনেমাটি ব্যবসা করে ২৪৬ কোটির। আর ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে ১৬ দিনে। এছাড়া বিবেক অগ্নিহোত্রির ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রথম হিন্দি সিনেমা, যা করোনার পরে ২৫০ কোটির ঘরে পা রেখেছে।

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেয়া সাক্ষাৎকারে নওয়াজকে বলতে শোনা যায়, ‘করোনার লকডাউনের সময় মানুষ ওয়ার্ল্ড ফিল্ম দেখেছে। ভেবেছিলাম তাদের স্বাদ বদলেছে। কিন্তু এখন যে ধরনের সিনেমা বানানো হচ্ছে, তাতে মনে হচ্ছে- স্কিল গেছে তেল আনতে। সবাইকে শুধু অতিমাত্রায় বিনোদন দাও, তাতেই সিনেমা হিট হবে।’

সঙ্গে নওয়াজ আরও বলেন, এখন কম বাজেট, মাঝারি বাজেটের সিনেমা হলে মুক্তি পাওয়াই অসম্ভব হয়ে পড়েছে। একমাত্র বড় বাজেটের সিনেমা হলে মুক্তি পাচ্ছে। 

এই অভিনেতার কথায়, ‘এই সমস্ত সিনেমা দেখেই সবাই অবাক হচ্ছে। প্লেন চলছে পানিতে, মাছ উড়ছে আকাশে। এগুলো হল- ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স, আমারও দেখতে ভালো লাগে। কিন্তু এখানে সিনেমা কই। ভাগ্য ভালো ওটিটি-র কারণে আমরা এখনও কিছু ভালো ছবি দেখতে পাচ্ছি- কোডা, কিং রিচার্ড-এর মতো।’ সূত্র- হিন্দুস্তান টাইমস।