• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বছরের শুরতেই বিপাকে ভিকি!

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

মাত্র কয়েক দিন আগেই ধুমধাম করে ক্যাটরিনা কাইফকে বিয়ে করেছেন ভিকি কৌশল। নতুন বছরে স্ত্রীকে নিয়ে আনন্দে দিন কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু সে পরিকল্পনা হয়তো মসৃণ হচ্ছে না। বছরের শুরুতেই বিপাকে পড়েছেন এ অভিনেতা।

ভিকির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন জয় সিং যাদব নামের এক যুবক। জয় অভিযোগ করেন, ভিকি কৌশল যে বাইকে শুটিং করছেন, সে বাইকের নম্বর প্লেটটি আসলে তার। এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।

জানা গেছে, কয়েক দিন আগে ইন্দোরে শুটিং করতে গিয়েছিলেন ভিকি। তার সহশিল্পী ছিলেন সারা আলি খান। শুটিংয়ের ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। রীতিমতো তা ভাইরাল। ছবিতে দেখা গেছে, বাইকের পেছনে সারাকে বসিয়ে ঘুরছেন ভিকি।

ছবিটি নজরে আসে জয় সিং যাদবের। তার নজর আটকে যায় বাইকের নম্বর প্লেটে। শুটিংয়ের জন্য যে নম্বরটি ব্যবহার করা হয়েছে সেটি আসরে জয়ের বাইকের নম্বর। ভারতীয় সংবাদ সংস্থাকে জয় বলেন, অনুমতি ছাড়া এভাবে একই নম্বর প্লেট ব্যবহার করা আইনত অনুচিত। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

বিষয়টি নিয়ে সংবাদ সংস্থার কাছে মুখ খুলেছেন ইন্দোরের বোনগঙ্গা অঞ্চলের এসআই রাজেন্দ্র সোনি। অভিযোগের কথা স্বীকার করে তিনি বলেন, সত্যিই অবৈধভাবে নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখব। অন্যদিকে অভিযোগটি উড়িয়ে দিয়েছেন অভিনেতা ভিকি। তার ভাষায়, সেটে যা ব্যবহার হবে তার দায় আমার না।

ভিকির সঙ্গে এ সিনেমার মাধ্যমে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন সারা আলি খান। রোমান্টিক ধাঁচের এ সিনেমাটি ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে। নাম ঠিক না হওয়া এ সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভিকি-সারাকে।