চট্টগ্রাম বন্দর থেকে ৩ ঘণ্টায় পণ্য যাবে ভারতে
বরিশাল প্রতিবেদন
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রাম বন্দর থেকে মাত্র ৩ ঘণ্টায় পণ্য যাবে ভারতে। এজন্য ১১শ’ কোটি টাকা ব্যয় প্রশস্ত হচ্ছে বারইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক। এখন শুধু ইমিগ্রেশন কার্যক্রম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দুই দেশ।
জানা গেছে, চট্টগ্রামের সাথে ভারতের সীমান্ত সংযোগ ছিল এতকাল অনেক ঘুরতি পথে। এখন আর কোনো দূরের পথে নয়। রামগড় স্থলবন্দরকে কেন্দ্র করে ভারত থেকে সড়কপথে পণ্য রফতানি-আমদানির জন্য ৩৮ কিলোমিটারের বারইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ করা হচ্ছে। মিরসরাই উপজেলা দিয়ে এর বৃহত্তর অংশে সড়কটি লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। চলতি বছরের জুন মাস থেকে সেতু নির্মাণের মাধ্যমে প্রশস্তকরণের কাজ শুরু হয়। রামগড়ে ইমিগ্রেশন ব্যবস্থা চালু হলেই চট্টগ্রাম বন্দর থেকে মাত্র ৩ ঘণ্টায় পণ্য যাবে ভারতে। উত্তর চট্টগ্রামের লোকজন চাইলে সকাল-বিকেল বৈধ প্রক্রিয়ায় ভারতে যাওয়া-আসা করতে পারবে।
২০১৭ সালের ৫ এপ্রিল দিল্লিতে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। গত কয়েক বছর ধরে এর কাজ চলমান। ইতোমধ্যে দুই দেশের আমদানি রফতানির লক্ষ্যে ইমিগ্রেশন কাস্টমস হোম নির্মাণ কাজও সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা মাত্র। আনুষ্ঠানিকতাই অবশিষ্ট শুধু।
মিরসরাইয়ের বারইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক নির্মাণ প্রকল্পটি ভারত সরকারের এলওসি-৩ এবং বাংলাদেশ সরকারের উন্নয়ন তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১শ’ কোটি টাকা। এই প্রকল্পে বাংলাদেশ সরকার দেবে ৫১৩ কোটি ৭ লাখ টাকা। অন্য দিকে ৫৯৪ কোটি ৭ লাখ টাকা ঋণ দেবে ভারত সরকার। প্রকল্পের আওতায় রয়েছে ২৪৯ দশমিক দুই শূন্য মিটারের ৯টি সেতু ও ১০৮ মিটারের ২৩টি কালভার্ট ও ৩৮ ফুট প্রস্থের ৩৮ কিলোমিটার সড়ক। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর থেকে ১১২ কিলোমিটার দূরত্বে রামগড় স্থলবন্দরটি ব্যবহার করে মাত্র ৩ ঘণ্টায় পণ্য যাবে ভারতে। এর আগে অন্য একটি প্রকল্পে বারইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়কে ২৮১ কোটি টাকা ব্যয়ে জাইকার অর্থায়নে রামগড় থেকে বারইয়ারহাট পর্যন্ত ১৬টি ব্রিজ ও কালভার্টের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিসিএল। ব্রিজ ছাড়াও ব্রিজের পাশে ২০০ থেকে ৩০০ মিটার এপ্রোচ সড়ক নির্মাণ করে তারা।
প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী জুলফিকার আহম্মদ জানান, সিপিসিএলের পাওয়া ১৬টি ব্রিজ কালভার্ট ও এপ্রোচ সড়কের কাজ শেষ করে চলতি বছরের এপ্রিলে বুঝিয়ে দেয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২৪ মে বারইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণের কাজ ঢাকা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পর জুন মাসে ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে প্রকল্পের কাজ শুরু হয়। তবে জুলাই-আগস্টে বৃষ্টি থাকায় কাজের অগ্রগতি কিছুটা ধীরগতি ছিল। দেড় বছর মেয়াদের এই প্রকল্পে কাজ শেষ হবে আগামী বছরের ৩১ ডিসেম্বরে। সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হলে ঢাকা থেকে রামগড়ের যোগাযোগ আরো সহজ হবে।
মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে উৎপাদিত পণ্য খুব সহজে ভারতে রফতানি করা যাবে। সড়কটি প্রশস্তকরণের কাজ পেয়েছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিল্ডকন লিমিটেড। রামগড়ের সাথে দ্রুত যোগাযোগ স্থাপনে ইতোমধ্যে মিরসরাই-ফটিকছড়িসহ উত্তর চট্টগ্রামের সড়ক ব্যবস্থাপনায় এসেছে বৈপ্লবিক উন্নয়ন। এ ছাড়া মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ও চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নানা কর্মকাণ্ডে বারইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেও জানান সংশ্লিষ্টরা।
এই বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর পরিচালক ও ক্লিফটন গ্রুপের সিইও মহিউদ্দিন চৌধুরী বলেন, ব্যবসায়িক ও ভৌগোলিক কারণে এটি পজেটিভ দিক। সত্যিকার অর্থে বাণিজ্যের জন্য এটি দরকার। বাণিজ্য বাড়বে ব্যবসা বাড়বে। ওই এলাকাগুলো পর্যটনের আওতায় আসবে। কারণ কানেক্টিভিটি পেলে এখান থেকে পণ্য যাবে ও আসবে।
সরেজমিন মিরসরাইয়ের বারইয়ারহাট ও করেরহাট অংশে গিয়ে দেখা যায়, সড়ক প্রশস্তকরণের জন্য সড়কের পাশে থাকা গাছ ও স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। সড়ক ও জনপথের জায়গা থেকে যারা এখনো স্থাপনা সরিয়ে নেয়নি তাদের দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে। তবে এক দিকে বৃষ্টি অন্য দিকে পাহাড়ি জনপথ হওয়ায় দেড় বছরের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
জানতে চাইলে সড়ক ও জনপথ চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, চলতি বছরের জুন মাসে বারইয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। তবে জুন-জুলাইয়ে বৃষ্টি থাকায় কাজের তেমন অগ্রগতি হয়নি। ব্রিজ নির্মাণের মাধ্যমে কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। তবে আগামী ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এই বিষয়ে রামগড় স্থলবন্দরের প্রকল্প পরিচালক সরোয়ার আলম বলেন, রামগড়-সাব্রুম স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চালুর প্রস্তুতি দেখার জন্য ভারতীয় প্রতিনিধিদল ইতোমধ্যে সরেজমিন পরিদর্শনে এসেছে। ইমিগ্রেশন কার্যক্রম চালু করার জন্য রামগড় ইমিগ্রেশন ভবন পুরোপুরি প্রস্তুত। আশা করা যাচ্ছে শিগগিরই প্রধানমন্ত্রী ইমিগ্রেশন কার্যক্রম উদ্বোধনের দিন ঠিক করবেন।
- এ বছর চাল আমদানির প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী
- বিয়ে ভেঙ্গে দেওয়ার আক্রোশে বন্ধুকে খুন, গ্রেপ্তার-৪
- আরসার প্রধান আতাউল্লাহর বডিগার্ড গ্রেফতার
- খালেদাকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই
- ফিফটির কাছ গিয়ে ফিরলেন তামিম
- আবেদনে সংযুক্তি না থাকলেও এনআইডি বাতিল নয়
- বরিশালে ছয় টন নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩
- ১২ কেজি এলপিজির দাম বাড়লো ৭৯ টাকা
- বিএনপি নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত: কাদের
- কোভিড-১৯ টিকার জন্য নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী
- বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন
- বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
- পিঠ ও কোমরের ব্যথা যে ৩ ক্যানসারের ইঙ্গিত দেয়
- বিবাহিত জীবনে অসুখী হয়েও কেন দম্পতিরা একসঙ্গে থাকেন?
- বর্ডার খুলে দিলে আলু ২০-২৫ টাকায় নামবে: ভোক্তার ডিজি
- তৃতীয় টার্মিনালের ৮৮ শতাংশ কাজ শেষ, যথাসময়ে উদ্বোধন
- বিএনপি বেগম জিয়াকে গিনিপিগ বানিয়েছে: তথ্যমন্ত্রী
- বিদেশি দূতাবাসের কর্মকর্তারা কি বিএনপির মুখপাত্র: তারানা হালিম
- খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় : হানিফ
- দেশে সরকারিভাবে জরায়ু ক্যানসার টিকাদান কর্মসূচির উদ্বোধন
- ‘অনুমতি ছাড়া ঢাকায় কোনো সভা-সমাবেশ করা যাবে না’
- সৌদিগামী প্লেন থেকে ১৬ ভিক্ষুক নামিয়ে নিলো পাকিস্তান
- সাংবাদিক ইলিয়াসকে হাজির করতে বিজ্ঞপ্তি ছাপানোর নির্দেশ
- আ.লীগ নেতা মামুন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- পৃথিবীতে পৌঁছালো ৯শ’ কোটি বছর আগের রেডিও সংকেত
- ঘরেই তৈরি করুন চিকেন কাটলেট
- ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন যা মানতে হবে
- সালমান এফ রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
- দেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটি চালু
- ৯ লাখ টাকার হেরোইনসহ আটক ৩
- ‘দরবেশ বাবা’ পরিচয়ে ৭ কোটি টাকা আত্মসাৎ
- ৩৬ টাকা দরে আলু বিক্রি, কেনা যাবে সর্বোচ্চ ৫ কেজি
- হত্যা মামলার আসামিসহ চার ডাকাত গ্রেফতার
- বরিশাল থেকে ভারত গেলো ১৯ টন ইলিশ
- স্ক্রিনটাইম কমাবেন যেভাবে
- মেয়ে বেশে চুরি, তৃতীয় লিঙ্গ সেজে করেন ছিনতাই!
- বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতি উপহাস করছে: কাদের
- বরিশালে এমটিএফই’র নামধারী ৬ সিইওর নামে মামলা
- গৌরনদীতে গনধর্ষন মামলার আসামী গ্রেফতার
- ‘জওয়ান’ দেখে কিছু অ্যাকশন রি-শুট করব: অনন্ত জলিল
- মশার কামড়ে শরীরে দাগ হলে কী করবেন?
- নগরীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
- মাদক নিরাময় কেন্দ্রে ঝুলছিল নারীর মরদেহ
- কলাবাগানে গৃহকর্মী হেনা হত্যা, পলাতক গৃহকর্ত্রী ডলি গ্রেফতার
- সফল হতে চান? এখনই ছাড়ুন ৯ বদঅভ্যাস
- অস্ত্র ও ফেনসিডিলসহ কারবারি গ্রেফতার
- যে দৃশ্যের কারণে সমালোচনায় জয়া
- পাওনা টাকা দেওয়ার কথা বলে তুলে নিয়ে শ্যালিকার সঙ্গে বিয়ে
- চোর ধরতে গিয়ে খুন হন প্রকৌশলী সদরুল
- ‘অনাকাঙ্ক্ষিত স্পর্শ’ করার বিষয়ে মুখ খুললেন সায়ন্তিকা